Weather News: ভারতীয় আবহাওয়া অফিসের প্রধান বিজ্ঞানী বিশ্বের আবহাওয়া দপ্তরের ভাইস প্রেসিডেন্ট!
Weather News: ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র। ভারতীয় আবহাওয়া অফিস আই এম ডির প্রধান বিজ্ঞানী বিশ্বের আবহাওয়া দপ্তরের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র। ভারতীয় আবহাওয়া অফিস আই এম ডির প্রধান বিজ্ঞানী বিশ্বের আবহাওয়া দপ্তরের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।এর ফলে কী সুবিধা হবে দেশের? সহকর্মী আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানালেন কী কী সুবিধা ।আগের থেকে পূর্বাভাস দেওয়ার পদ্ধতির আধুনিকীকরণ অনেকটাই ডক্টর মহাপাত্রের উদ্যোগে সম্ভব হয়েছে।
একসঙ্গে কাজ করার সুবাদে আমি জানি কত বড় বিজ্ঞানী তিনি। এটা শুধু কলকাতা অফিসের জন্য নয়। সারা দেশের জন্য গর্বের বিষয়। এরফলে আমাদের দেশের বিষয় গুলি বেশি বেশি গুরুত্ব পাবে বিশ্বের আঙিনায়।
Published on: Jun 04, 2023 05:11 PM