Delhi Blast: কে এই মৌলবী? মেডিক্যাল ছাত্রদের মগজ ধোলাই তাঁর হাতেই?

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 13, 2025 | 6:02 AM

Delhi Blast: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এই মৌলবীর রীতিমতো যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। যোগাযোগ ছিল মোজাম্মিল, উমদের সঙ্গেও। এমনকী জইশের সঙ্গেও তার যোগ রয়েছে বলে জানা যাচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জইশের আরও কোনও গোপন তথ্য সামনে আসে কিনা সেটাই দেখার।

দিল্লি বিস্ফোরণের পর এবার জালে এক মৌলবী। জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলার এক মৌলবীকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তদন্তকারীদের আতস কাচের তলায় ছিলেন তিনি। সরকারি মেডিকেল কলেজে প্যারা মেডিক্যাল স্টাফ হিসেবে কী কাজ করতেন তিনি? মেডিক্যাল ছাত্রদের মগজ ধোলাইয়ের কাজটা নাকি তিনি একাই করতেন। কোন পথে সেই কাজ চলত? গোটা নেটওয়ার্কে তাঁর ভূমিকা কী ছিল? প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা।

দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত বেড়ে ১৫ জন, আটক করা হয়েছে আরও তিনজনকে। ধৃত ব্যক্তিরা সকলেই জইশ-এর ‘ডাক্তার মডিউলের’ সদস্য বলে জানা যাচ্ছে।

Published on: Nov 13, 2025 12:09 AM