Gold vs Silver Investment: সোনা নয়, রুপোয় বিনিয়োগই আপনাকে মালামাল করবে

| Edited By: Purvi Ghosh

Dec 13, 2025 | 7:34 PM

সোনার দাম বাড়া নিয়ে যত আলোচনা, তার আড়ালেই বড় চমক দিয়েছে রুপো। চলতি বছরে এখনও পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ৭০ শতাংশ। সেখানে রুপোর দাম বেড়েছে প্রায় ১১৫ শতাংশ। অর্থাৎ, যাঁরা এক বছর আগে রুপোয় বিনিয়োগ করেছিলেন, তাঁদের টাকা কার্যত ডাবল হয়ে গিয়েছে। দেশজুড়েই রুপোর দাম এখন ২ লাখ টাকা ছাড়িয়েছে। গতপরশু কলকাতায় প্রতি কেজি রুপোর দাম ছিল ২ লাখ ১ হাজার টাকা। এদিকে গতকালই তা বেড়ে হয়েছে ২ লাখ ৪ হাজার টাকা। দাম বাড়ার গতি দেখে স্পষ্ট, রুপোর বাজারে এখন রকেটের গতি।

সোনার দাম বাড়া নিয়ে যত আলোচনা, তার আড়ালেই বড় চমক দিয়েছে রুপো। চলতি বছরে এখনও পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ৭০ শতাংশ। সেখানে রুপোর দাম বেড়েছে প্রায় ১১৫ শতাংশ। অর্থাৎ, যাঁরা এক বছর আগে রুপোয় বিনিয়োগ করেছিলেন, তাঁদের টাকা কার্যত ডাবল হয়ে গিয়েছে।

দেশজুড়েই রুপোর দাম এখন ২ লাখ টাকা ছাড়িয়েছে। গতপরশু কলকাতায় প্রতি কেজি রুপোর দাম ছিল ২ লাখ ১ হাজার টাকা। এদিকে গতকালই তা বেড়ে হয়েছে ২ লাখ ৪ হাজার টাকা। দাম বাড়ার গতি দেখে স্পষ্ট, রুপোর বাজারে এখন রকেটের গতি।

এই ঊর্ধ্বগতির পিছনে একাধিক কারণ রয়েছে। সোনার তুলনায় রুপোর শিল্পে ব্যবহার অনেক বেশি। বৈদ্যুতিন সরঞ্জাম-সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ছে, ফলে শিল্পে রুপোর চাহিদাও দ্রুত বেড়েছে। অন্যদিকে, সোনার দাম অত্যধিক হওয়ায় অনেকেই সঞ্চয়ের জন্য ঝুঁকছেন রুপোর দিকে। শিল্প ও বিনিয়োগ, দু’দিক থেকেই চাহিদা বাড়ায় রুপোর দামে জোরালো উত্থান।

এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক কারণও। ফিনান্সিয়াল ইয়ার শেষের মুখে ভারতীয় বাজার থেকে স্বল্প সময়ে লাভ তুলতে সক্রিয় হন বিদেশি লগ্নিকারীরা। পাশাপাশি, মাসের শেষে ইউএস ফেডারাল রিজার্ভ সুদের হার কমাতে পারে বলেও জল্পনা চলছে। এর ফলে রুপোয় আরও বিদেশি বিনিয়োগ আসতে পারে, যা ভবিষ্যতে দাম আরও বাড়াতে পারে।

এতদিন রুপো ছিল সোনার তুলনায় পিছিয়ে। সোনার গয়না সহজেই বন্ধক রেখে ঋণ পাওয়া যায়, কিন্তু রুপোর ক্ষেত্রে সেই সুবিধা ছিল না। ফলে সাধারণ মানুষের আগ্রহও কম ছিল। তবে এবার পরিস্থিতি বদলাতে চলেছে।

বাজারে রুপোর চাহিদা বাড়ায় নতুন নিয়ম চালু করছে রিজার্ভ ব্যাঙ্ক। সোনার মতোই এবার থেকে রুপো বন্ধক রেখেও ব্যাঙ্ক ঋণ পাওয়া যাবে। সমস্ত ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্ক ফিনান্সিয়াল ইন্সটিটিউশনে মিলবে সিলভার লোন। সর্বাধিক ১০ কেজি রুপোর গয়না বন্ধক রাখা যাবে। রুপোর কয়েনের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা ৫০০ গ্রাম। তবে বুলিয়ান সিলভার বা রুপোর বার বন্ধক রাখা যাবে না। সব ধরনের সিলভার লোনই হবে স্বল্পমেয়াদি।

গ্রাহকদের রুপোয় ঋণ দেওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ ইতিমধ্যেই সব ব্যাঙ্কের কাছে পৌঁছে গিয়েছে। আগামী ১ এপ্রিল থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।
সব মিলিয়ে, এতদিন সোনার ছায়ায় থাকা রুপো এবার হয়ে উঠতে পারে বিপদের সময়ের নতুন ভরসা। ফিনান্সিয়াল ইয়ার শেষের আগে বিনিয়োগ নিয়ে ভাবার সময় এখনই।