Loading video

Shah Rukh-Salman Gossips: শাহরুখ নেই সলমনের পাশে?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 04, 2023 | 3:02 PM

কেমন সম্পর্ক শাহরুখ ও সলমন খানের। একই সঙ্গে বলিউডে পা রাখেন দুই খান। তাদের গলায় গলায় বন্ধুত্ব। শাহরুখের 'পাঠান' এর প্রচারে আসেন ভাইজান। অথচ সল্লু মিঞার 'টাইগার থ্রি'র প্রচারে কেন নেই কিং খান?

কেমন সম্পর্ক শাহরুখ ও সলমন খানের। একই সঙ্গে বলিউডে পা রাখেন দুই খান। তাদের গলায় গলায় বন্ধুত্ব। শাহরুখের ‘পাঠান’ এর প্রচারে আসেন ভাইজান। অথচ সল্লু মিঞার ‘টাইগার থ্রি’র প্রচারে কেন নেই কিং খান? জল্পনা তুঙ্গে তবে কি দুই মিঞার সম্পর্কের অবনতি হল? টাইগার থ্রি তে সলমানের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ।

ছবিতে ভিলেনের ভূমিকায় ইমরান হাসমি। যদিও ইমরান হাসমির লুক এখনও প্রকাশ করেনি ‘টাইগার থ্রি’ প্রযোজনা সংস্থা। আর কে কে আছেন ‘টাইগার থ্রি’তে তাও এখনও পর্যন্ত জানাননি পরিচালক আদিত্য চোপড়া।

কী কারণে এত রহস্য ‘টাইগার থ্রি’ নিয়ে? কেন শাহরুখ নেই ‘টাইগার থ্রি’র প্রচারে? জানা যাচ্ছে এই ছবিতে কেমিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। আর তাই এখন শাহরুখ অনুপস্থিত। ছবি রিলিজ হলে তারপর শাহরুখ আসবেন প্রচারে। এমনটাই মত ফিল্ম বিশেষজ্ঞদের।