Arjun Tendulkar News: অর্জুনের খেলাতে সচিন কেন থাকেন না ডাগআউটে?
অর্জুন তেন্ডুলকরের নাম খবরের শিরোনামে এসেছেন বেশ কয়েক বার। অর্জুনকে অনেক বার শুনতে হয় যে তিনি তাঁর বাবার মতো না।ঘরোয়া ক্রিকেটে তিনি সুযোগ পাচ্ছিলেন না মুম্বইয়ের হয়ে।
অর্জুন তেন্ডুলকরের নাম খবরের শিরোনামে এসেছেন বেশ কয়েক বার। অর্জুনকে অনেক বার শুনতে হয় যে তিনি তাঁর বাবার মতো না। ঘরোয়া ক্রিকেটে তিনি সুযোগ পাচ্ছিলেন না মুম্বইয়ের হয়ে। অর্জুন সিদ্ধান্ত নিয়েছিলেন গোয়ার হয়ে খেলার জন্য। মুম্বই ইন্ডিয়ান্সে অর্জুন রয়েছেন কয়েক বছর ধরে। আইপিএলে তিনি এবার সুযোগ পেলেন। আইপিএলে অভিষেক ম্যাচে তিনি উইকেট পেয়েছিলেন। অর্জুন উইকেট নেওয়ার পর সবার নজর ছিল সচিন তেন্ডুলকরের দিকে। কিন্তু সচিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময় সচিন ছিলেন না ডাগআউটে। তাহলে কী সচিন পছন্দ করেন না ডাগআউটে বসে থাকা, যখন তাঁর ছেলে খেলেন। অর্জুনের খেলার সময় সচিনের ছবি দেখালে,হয়তো অর্জুনের খেলায় প্রভাব পড়তে পারে। বই প্রকাশ অনুষ্ঠানে সচিন নিজেই এ বিষয়ে কথা বললেন। সচিনের খেলাতে তাঁর দাদা অজিত তেন্ডুলকরের অবদান নিয়ে অনেক কথাই তিনি বললেন। সচিন চায়নি অর্জুনের খেলার সময় তাঁকে জায়ান্ট স্ক্রিনে দেখাতে। ডাগআউটে সচিন এবং তাঁর সঙ্গে তাঁর ছেলের মুহূর্ত তুলে ধরার ছবি সচিন দেখতে চান না। সেই সময় সচিন চলে গিয়েছিলেন ড্রেসিংরুমে। সেখান থেকেই তিনি ম্যাচ দেখেছেন।