Humayun Kabir: হুমায়ুনের মুখে বড় কথা, তারপরও এত চুপ কেন তৃণমূল? এ কোন কৌশল!
Humayun Kabir: হুমায়ুন বারবার চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, তৃণমূল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক, প্রয়োজনে দল থেকে বহিষ্কার করুক। নতুন দল গড়ার ঘোষণা পর্যন্ত করে দিয়েছেন দলের বিধায়ক। তারপরও তৃণমূল চুপ কেন? এটা কি তৃণমূলের নতুন কৌশল?
মুসলিম ভোট যেখানে বেশি, সেখানে নতুন দল গড়ে ভোটে লড়ার বার্তা দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সিপিএম-আইএসএফ-কে সঙ্গে নেওয়ার কথা বলছেন। মাঝে কয়েকটা দিন কেটে গিয়েছে, তারপরও হুমায়ুনের এই বিষয়টাতে গুরুত্বই দিচ্ছে না তৃণমূল। কোনও কথাই বলা হচ্ছে না দলের তরফে?
প্রশ্ন উঠেছে, হুমায়ুনের ক্ষেত্রে কি কোনও নতুন কৌশল নিয়েছে তৃণমূল? বলছে ‘সময় নেই।’ অথচ বিরোধীরা মনে করছে, হুমায়ুন যা বলেছে, সেই পদক্ষেপ যদি করে থাকে, তাহলে ক্ষতি হবে তৃণমূলের। গুরুত্ব দিতে নারাজ দল? নাকি এভাবে আদতে হুমায়ুনকে চাপে রাখা হচ্ছে?