Sunita Williams: প্রথম বাণিজ্যিক স্পেস ট্রান্সপোর্টার বোয়িং স্টারলাইনে ত্রুটি সত্ত্বেও কেন পাঠানো হল সুনীতাকে?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Dec 30, 2024 | 10:53 PM

বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপসুলে চড়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিলেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ৮ দিন থাকার কথা ছিল তাঁদের। লক্ষ্য ছিল মহাকাশকেও মানুষের বাসযোগ্য করে তোলা। কমার্শিয়াল স্পেস ফ্লাইটের সফর সুনিশ্চিত করা। অভিযান নিয়ে উত্তেজনাও ছিল তুঙ্গে। দীর্ঘ অপেক্ষা এবং প্রস্তুতির পর এটিই ছিল বোয়িং-এর প্রথম মহাকাশচারী নিয়ে যাত্রা। কিন্তু তারপর?

৫ জুন, ২০২৪। বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপসুলে চড়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিলেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ৮ দিন থাকার কথা ছিল তাঁদের। লক্ষ্য ছিল মহাকাশকেও মানুষের বাসযোগ্য করে তোলা। কমার্শিয়াল স্পেস ফ্লাইটের সফর সুনিশ্চিত করা। অভিযান নিয়ে উত্তেজনাও ছিল তুঙ্গে। দীর্ঘ অপেক্ষা এবং প্রস্তুতির পর এটিই ছিল বোয়িং-এর প্রথম মহাকাশচারী নিয়ে যাত্রা। কিন্তু তারপর? তারপর এমন কী ঘটলো যার ফলে বানচাল হল সব প্ল্যান? আটকে পড়লেন দুই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে পড়লেন দুই নভোশ্চর।

১৪ জুন তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল, কিন্তু মহাকাশযানে ত্রুটি ধরা পড়ায় তাঁদের ফেরা হয়নি। এরপরে ঠিক হয় ২৬ জুন রাতে পৃথিবীতে ফিরবেন সুনীতারা। সেটাও হয়নি। সুনীতাদের পৃথিবীতে ফেরা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। প্রশ্ন উঠছে মহাকাশে পাড়ি দেওয়ার মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও গাফিলতি হয়েছে নাকি? গাফিলতির দাবি করে নাসার কাছে লিখিত অভিযোগ করেছিলেন দুই হুইসেল ব্লোয়ার। তাঁদের দাবি ছিল, সুনীতারা রওনা হওয়ার আগে মহাকাশযানে বিভিন্ন ত্রুটি ধরা পড়েছিল।

Published on: Dec 30, 2024 10:52 PM