ডাক্তার পাত্র পাত্রী সাক্ষী ক্ষীরের পুতুল
পাত্র পাত্রী দুজনেই যে পেশায় চিকিৎসক । চার হাত এক করেছেন সঙ্গে সাক্ষী রেখেছেন একটি বর কনে ক্ষীরের পুতুলকে । কনের আইডিয়া । মানে লেডি ডাক্তারের প্ল্যান । রীতিমতো ডাক্তারের সাজেই রয়েছে বরকনে । মাথায় টোপর কিন্তু গায়ে আ্যাপ্রন ।
ডাক্তার পাত্র পাত্রী । সাক্ষী ক্ষীরের পুতুল । করোনাকালে বিয়ে পিছিয়ে গিয়েছিল । কারণ পাত্র পাত্রী দুজনেই যে পেশায় চিকিৎসক । তাই বিয়ের ফুরসত পাননি তারা । শেষে করোনা কমতে আর দেরি করেন নি কেউই । চার হাত এক করেছেন সঙ্গে সাক্ষী রেখেছেন একটি বর কনে ক্ষীরের পুতুলকে । কনের আইডিয়া । মানে লেডি ডাক্তারের প্ল্যান । রীতিমতো ডাক্তারের সাজেই রয়েছে বরকনে । মাথায় টোপর কিন্তু গায়ে আ্যাপ্রন ।