এ কী কাণ্ড! ‘ছেলে’ আছে অথচ জানেই না ‘মা’
SIR in Bengal: বাবা-মা বলে যাঁদের পরিচয় দেওয়া হয়েছে, তাঁরা নিজেরাই এ ব্যাপারে কিছুই জানেন না! এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়েই বিষয়টি সামনে আসে। অনুপ্রবেশ? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ?
চার বছর আগে বল্লাল শেখের মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী অনিমা বিবি ফর্ম ফিল আপ করতে গিয়ে জানতে পারলেন তাঁদের এক ছেলে আছে! অভিযোগ, হায়দার শেখ তাঁর কেউ হয় না। অথচ তাঁদেরকেই বাবা ও মা হিসেবে নাম দেখিয়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করেছেন।
অনিমা বিবি জানান, এই বিষয়টা নিয়ে পরিবারের অসুবিধা হতে পারে ভেবেই বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। প্রশাসন বিষয়টার তদন্ত শুরু করেছে। হায়দার শেখের দাবি, বল্লাল শেখ ও অনিমা বিবির পালিত ছেলে তিনি। তাঁদেরকে জ্যাঠামশাই ও জ্যেঠিমা বলে পরিচয় দিয়েছেন হায়দার।
Published on: Nov 23, 2025 12:49 AM
