Hooghly: AI দিয়ে মেয়েদের নগ্ন ছবি বানানোর অভিযোগ, জুতো পেটা করলেন মহিলারাই
অভিযুক্ত ব্যক্তিImage Credit source: Tv9 Bangla

Hooghly: AI দিয়ে মেয়েদের নগ্ন ছবি বানানোর অভিযোগ, জুতো পেটা করলেন মহিলারাই

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 23, 2025 | 5:43 PM

অভিযোগ যারা সেই দোকানে যেতেন তাদের ছবি রেখে দিতেন অভিযুক্ত।এরপর ওই ছবি দিয়ে আপত্তিকর ছবি বানানো হত। অভিযুক্তের একাধিক সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে এই বিষয়টি জানতে পারেন ওই যুবকের এক সময়ের সহপাঠীরা।

এআই দিয়ে মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগ, যুবককে প্রকাশ্যে জুতোপেটা করে পুলিশে দিলেন মেয়েরাই। কোন্নগর কানাইপুর বাসাই অটো স্ট্যান্ড এলাকায় মুদিখানা দোকান রয়েছে প্রান্ত রায় নামে ওই যুবকের। সেই দোকানেই জেরক্সও করা হয়। অভিযোগ যারা সেই দোকানে যেতেন তাদের ছবি রেখে দিতেন অভিযুক্ত।এরপর ওই ছবি দিয়ে আপত্তিকর ছবি বানানো হত। অভিযুক্তের একাধিক সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে এই বিষয়টি জানতে পারেন ওই যুবকের এক সময়ের সহপাঠীরা। বিভিন্ন সমাজ মাধ্যমেও আপত্তিকর সেই ছবি দেওয়া হয় বলেও অভিযোগ। এবং আট থেকে আশি সবাই ছিল তার টার্গেটে।