Enumeration Form: বাড়িতে বসে বা রাজ্যের বাইরে থেকেও ফর্ম ফিলআপ করা যাবে, পদ্ধতি দেখুন!
SIR in Bengal: বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও-রা। চলছে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ। কিন্তু বাড়ির বাইরে থাকলে বা ভিন রাজ্যে থাকলে কী হবে? এই প্রশ্নটা ঘুরছিল পুরোদমে। এবার বাড়ির বাইরে থাকলে, বা অন্যত্র কাজে থাকলেও করা যাবে এসআইআরের ফর্ম ফিলাপ।
বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও-রা। চলছে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ। কিন্তু বাড়ির বাইরে থাকলে বা ভিন রাজ্যে থাকলে কী হবে? এই প্রশ্নটা ঘুরছিল পুরোদমে। এবার বাড়ির বাইরে থাকলে, বা অন্যত্র কাজে থাকলেও করা যাবে এসআইআরের ফর্ম ফিলাপ। যে কোনও জায়গা থেকেই অনায়াসেই অনলাইনে করা যাবে ফর্ম ফিলাপ। অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলাপের জন্য নতুন ওয়েবসাইট চালু করে দিল নির্বাচন কমিশন। কীভাবে পুরো ফর্ম ফিলাপ করা যাবে দেখে নিন।