হাতে এক মাসও নেই, PAN Card বাতিল হয়ে যাবে এই কাজ না করলে…

|

Dec 07, 2025 | 2:21 PM

PAN Card Update: যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে, তাহলে দ্রুত লিঙ্ক করান। ৩১ ডিসেম্বরের মধ্যে আধার-প্যান কার্ডের লিঙ্ক না করা হলে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। আয়কর দফতর সেই নির্দেশই দিয়েছে।

যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে, তাহলে দ্রুত লিঙ্ক করান। ৩১ ডিসেম্বরের মধ্যে আধার-প্যান কার্ডের লিঙ্ক না করা হলে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। আয়কর দফতর সেই নির্দেশই দিয়েছে। আয়কর আইনের ১৩৯এএ(২এ) অনুযায়ী সকলের বাধ্যতামূলক আধার-প্যান লিঙ্ক (Aadhaar-PAN Card Link) করা। যদি আধার কার্ডপ্যান কার্ডের লিঙ্ক না করা থাকে, তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবেএর পরে আয়কর জমা দিতে, ট্যাক্স রিফান্ড, ব্য়াঙ্কিং ট্রানজাকশন বা স্টক মার্কেটে বিনিয়োগে সমস্যা হতে পারে।  প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে টিডিএস/টিসিএস বেশি কাটবেব্যাঙ্কে কেওয়াইসি-ও আটকে যেতে পারে।