Ukraine War: ‘বাফার জোন’ মানতে নারাজ জেলেনস্কি, পুতিনের নতুন শান্তি প্রস্তাব খারিজ ইউক্রেনের
রাশিয়ার দখল করা অঞ্চল ছাড়তে হবে না, ন্যাটো নিয়ে কোনও গ্যারান্টিও লাগবে না। তবুও যুদ্ধ থামাতে রাজি পুতিন, খালি শর্ত একটাই, পূর্ব ইউক্রেনের একটি অংশকে ‘বাফার জোন’ বলে মেনে নিতে হবে। আর সেই এলাকা থাকবে রাষ্ট্রসংঘের নজরদারিতে। এই প্রস্তাব শুনেই ক্ষিপ্ত জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উদ্দেশে তাঁর সাফ কথা, ‘আপনারা কী পাগল? জেনেবুঝে পুতিনের ফাঁদে […]
রাশিয়ার দখল করা অঞ্চল ছাড়তে হবে না, ন্যাটো নিয়ে কোনও গ্যারান্টিও লাগবে না। তবুও যুদ্ধ থামাতে রাজি পুতিন, খালি শর্ত একটাই, পূর্ব ইউক্রেনের একটি অংশকে ‘বাফার জোন’ বলে মেনে নিতে হবে। আর সেই এলাকা থাকবে রাষ্ট্রসংঘের নজরদারিতে। এই প্রস্তাব শুনেই ক্ষিপ্ত জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উদ্দেশে তাঁর সাফ কথা, ‘আপনারা কী পাগল? জেনেবুঝে পুতিনের ফাঁদে পা দিতে চান? আমি এই প্রস্তাব মানব না।”
পরে সাংবাদিকদের সামনে আরও আক্রমণাত্মক ভঙ্গিতে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘যাঁরা আধুনিক যুদ্ধের কিছুই বোঝেন না, তাঁরাই এইসব উদ্ভট চিন্তা করেন। কীসের বাফার জোন! রাশিয়া-ইউক্রেনের মধ্যে বাফার জোন বলে কিছু হতে পারে না।’
অর্থাত্ ট্রাম্পের পর ইউরোপীয়ান ইউনিয়নের চেষ্টাও বিশ বাঁও জলে। যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বরং কিয়েভে হামলা আরও বাড়িয়েছে রুশ সেনা। দুদিন আগেই ইউক্রেনের অন্যতম সেরা যুদ্ধজাহাজ ডুবিয়েছে তারা।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

