Arattai: WhatsApp-এর দিন শেষ! App Store-এ ১ নম্বরে এই ভারতীয় চ্যাটিং অ্যাপ
নোবেল ঘোষণার মরশুম শুরু হতেই সোমবার বিকেলে এক অন্যরকম ট্রেন্ডে ভেসে গেল এক্স হ্যান্ডেল। চিকিত্সা বিজ্ঞানে নোবেল ঘোষণার পরই ট্রেন্ডিং তালিকার শীর্ষে উঠে এল হ্যাশট্যাগ— #NobelForArattai, #NobelForVembu। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাও লিখলেন, 'আমার ক্ষমতা থাকলে আমিও নোবেলের জন্য আরাত্তাইকে সুপারিশ করতাম। কিন্তু প্রযুক্তিতে তো নোবেল পুরস্কার নেই।' সোমবার বিকেল ৩টে নাগাদ নতুন মাইলস্টোন ছুঁয়েছে আরাত্তাই। মাত্র ৫০ দিনে এক কোটি ভারতীয় এই অ্যাপ ডাউনলোড করেছেন।
নোবেল ঘোষণার মরশুম শুরু হতেই সোমবার বিকেলে এক অন্যরকম ট্রেন্ডে ভেসে গেল এক্স হ্যান্ডেল। চিকিত্সা বিজ্ঞানে নোবেল ঘোষণার পরই ট্রেন্ডিং তালিকার শীর্ষে উঠে এল হ্যাশট্যাগ— #NobelForArattai, #NobelForVembu। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাও লিখলেন, ‘আমার ক্ষমতা থাকলে আমিও নোবেলের জন্য আরাত্তাইকে সুপারিশ করতাম। কিন্তু প্রযুক্তিতে তো নোবেল পুরস্কার নেই।’
সোমবার বিকেল ৩টে নাগাদ নতুন মাইলস্টোন ছুঁয়েছে আরাত্তাই। মাত্র ৫০ দিনে এক কোটি ভারতীয় এই অ্যাপ ডাউনলোড করেছেন।
আরাত্তাই(Arattai) কী?
ভারতের তথ্য-প্রযুক্তি সংস্থা জোহো কর্পোরেশন-এর তৈরি এই কমিউনিকেশন অ্যাপ সম্পূর্ণ দেশীয় উদ্যোগ। তৈরি করেছেন প্রায় দেড়শো জন ভারতীয় ইঞ্জিনিয়ার ও প্রযুক্তি বিশেষজ্ঞ। তামিল শব্দ ‘আরাত্তাই’ মানে সহজ কথা বা সিম্পল টক, সেই ভাবনাই ধারণ করেছে অ্যাপটি।
জোহোর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু জানিয়েছেন, আগামী ১২ মাসে ৩৫ কোটি ভারতীয় মোবাইল, ল্যাপটপ ও টেলিভিশনে ব্যবহার করবেন আরাত্তাই। তাঁর দাবি, এই অ্যাপ বিশ্ববাজারে হোয়াটসঅ্যাপকেও চ্যালেঞ্জ জানাবে।
হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে আরাত্তাই
হোয়াটসঅ্যাপের মতো নিরাপদ চ্যাট ও ডকুমেন্ট শেয়ারিংয়ের সুবিধা তো রয়েছেই, তার পাশাপাশি আরাত্তাই অ্যাপে ১২টি আঞ্চলিক ভাষায় কথোপকথনের সুযোগ মিলছে। সংস্থার দাবি, খুব শিগগিরই সব ভাষায় পরিষেবা চালু হবে।
ভারতীয় প্রযুক্তির নতুন অধ্যায়
এখনও পর্যন্ত ভারতীয় তথ্য-প্রযুক্তি সংস্থাগুলো বিশ্বব্যাপী দাপট দেখালেও কনজিউমার প্রোডাক্টের দৌড়ে আমরা পিছিয়ে ছিলাম। গুগল, ফেসবুক, টুইটার— কোনওটাই ভারতের সৃষ্টি নয়, অথচ ভারতীয় ইঞ্জিনিয়ারদের অবদান ছাড়া সেগুলো কল্পনাও করা যায় না। সেই শূন্যস্থানই যেন পূরণ করতে এসেছে আরাত্তাই।
সম্প্রতি কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক প্রকাশ করেছে পাঁচ দফা ‘ভিশন প্ল্যান’ উদ্ভাবনে জোর দিয়ে আন্তর্জাতিক বাজার দখলের ডাক দিয়েছে সরকার। বিশেষজ্ঞদের মতে, জোহোর আরাত্তাই সেই পরিকল্পনারই বাস্তব প্রতিফলন।
তবে চ্যালেঞ্জও কম নয়। ভারতে প্রায় প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে অভ্যস্ত। তাই বাজারে জায়গা পেতে আরাত্তাইকে শুধুমাত্র দেশীয় আবেগে ভর করলে চলবে না, দরকার হবে নতুনত্ব, উদ্ভাবন এবং উন্নত গ্রাহক পরিষেবার।

