যুদ্ধ সব সময় সমান যোগ্যতার ব্যক্তির মধ্যে হয়। কখনও কোনও হাতিকে মাছির সঙ্গে লড়াই করতে দেখেছেন? দেখেননি তো? তাহলে একটু সংযত হয়ে বসুন। কারণ এই নিবন্ধে আমরা আপনার কাছে তুলে ধরতে চলেছি চিতাবাঘ ও বিড়ালের লড়াইয়ের দৃশ্য। এই লাইনগুলো পরে আপনি যতটা আশ্চৰ্য হলেন, তার থেকেও বেশি অবাক হবেন চিতাবাঘ ও বিড়ালের লড়াইয়ের দৃশ্য দেখে। মহারাষ্ট্রের নাসিকের একটি কুয়োয় আটকে পড়া চিতাবাঘ ও বিড়ালের লড়াইয়ের দৃশ্য এবার ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়।
চিতাবাঘ ও বিড়ালের মধ্যে নখ আঁচড়ে লড়াইয়ের ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটিতে দেখা যায় যে, একটি কুয়োর মধ্যে আটকে পড়েছে একটি চিতাবাঘ ও একটি বিড়াল। প্রাণীদের মধ্যে এই তফাৎটা বেশ ভালই বুঝতে পারছেন নিশ্চয়ই। দুজনেই বেঁচে থাকার তাগিদে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…
#WATCH | Maharashtra: A leopard and a cat come face-to-face after falling down a well in Nashik
“The leopard fell in the well while chasing the cat. It was later rescued and released in its natural habitat,” says Pankaj Garg, Deputy Conservator of Forests, West Nashik Division pic.twitter.com/2HAAcEbwjy
— ANI (@ANI) September 6, 2021
চিতাবাঘের এক থাবাতেই হয়তো শেষ হয়ে যেত বিড়ালটি। কিন্তু বিড়ালটিও যে ভীতু নয় এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন তা ভিডিয়োয় তার আক্রমণ দেখে বেশ বোঝা যাচ্ছে। বিড়ালটিও এই লড়াইয়ে থেমে থাকেনি। সেও নিজের ক্ষমতা অনুযায়ী আক্রমণ করার চেষ্টা করেছে। ভিডিয়োয় চিতাবাঘটিকে আক্রমণ করতে গিয়ে নখ দিয়ে আঁচড় কাটতে দেখা গিয়েছে বিড়ালটিকে।
এই চিতাবাঘ ও বিড়ালে লড়াইয়ে একটা সময় দেখা যায় যে চিতাবাঘটি পা পিছলে জলে পড়ে যাচ্ছিল। সেই জল থেকে উঠে আবার আক্রমণ করতে শুরু করে বিড়ালটিকে। যদিও শেষ অবধি কে জিতল আর কে পরাজয় শিকার করল তা জানা যায়নি। কিন্তু ভিডিয়োটি বেশ আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। ভিডিয়োটি শেয়ার করা হয়েছে এএনএই নামক সংবাদ সংস্থার ট্যুইটার অ্যাকাউন্ট থেকে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা ছিল যে, “মহারাষ্ট্র: নাসিকে কুয়ো থেকে পড়ে যাওয়ার পর একটি চিতাবাঘ এবং একটি বিড়াল মুখোমুখি হয়”। ওই পোস্টে আরও জানানো হয় যে, “বিড়ালটিকে তাড়া করতে গিয়ে চিতাবাঘটি কুয়োয় পড়ে যায়। পরে এটিকে উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়”। এই বিষয়টি সম্পর্কে পশ্চিম নাসিক বিভাগের ডেপুটি কনজারভেটর অফ ফরেস্টস, পঙ্কজ গর্গ জানিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে ওই পোস্টে।
পরে আবার কমেন্ট বিভাগে ওই সংবাদ সংস্থা কমেন্ট করে জানায় যে,”তাড়া করার সময় কুয়োয় পড়ে যাওয়া চিতাবাঘ এবং বিড়াল উভয়কেই বন বিভাগ উদ্ধার করে ছেড়ে দেয়”। ভিডিয়োটি ইতিমধ্যে ৭৫ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে।
Maharashtra, Nashik | Both the leopard and the cat that fell into a well during a chase were safely rescued and released by the forest department
— ANI (@ANI) September 6, 2021