Viral Post: মানুষ মানুষেরই জন্য! রিকশায় বসা এই মহিলাকে দেখলে স্যালুট করবেন আপনিও

Latest Viral Photo: এক রিকশা চালকের ছবি ভাইরাল হয়েছে, যেখানে রিকশায় বসে থাকা এক মহিলা তার মাথায় ছাতা ধরেছেন। ছবিটি অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে।

Viral Post: মানুষ মানুষেরই জন্য! রিকশায় বসা এই মহিলাকে দেখলে স্যালুট করবেন আপনিও
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2023 | 5:05 PM

Viral Video Today: তাপমাত্রার পারদ 43 ডিগ্রিতে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে হিট স্ট্রোকের আশঙ্কাও রয়েছে। গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন প্রতিদিন বহু মানুষ রাস্তায় পেটের খিদে মেটানোর তাগিদে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আপনার বাড়িতে সময় মতো খাবার পৌছে দেওয়া থেকে শুরু করে অনলাইনে যা কিছু অর্ডার করছেন, সবই বাড়িতে বলে পেয়ে যাচ্ছেন। এমন সময় যারা রাস্তায় রিকশা টানছেন, তাদেরও কষ্ট পোয়ানো ছাড়া আর কোনও উপায় নেই। তেমনই এক রিকশা চালকের ছবি ভাইরাল হয়েছে, যেখানে রিকশায় বসে থাকা এক মহিলা তার মাথায় ছাতা ধরেছেন। ছবিটি অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে।

ছবিটি উত্তরপ্রদেশের বুলন্দশহরের কালা আম চৌরাহার বলে জানা গিয়েছে। ছবিতে একজন মহিলাকে রিকশায় বসে থাকতে দেখা যাচ্ছে। চালক রিকশা চালাচ্ছেন। প্রখর রোদের কারণে মহিলাটিও স্কার্ফ দিয়ে মুখ ঢেকে রেখেছেন। এছাড়াও তিনি একটি ছাতা খোলা রেখেছেন। না, নিজের মাথায় ধরেননি সেই ছাতা। বরং যাতে প্রচণ্ড গরমে রিকশা চালাতে কোনও কষ্ট না হয়, তাই চালকের মাথায় ধরে রয়েছেন ছাতাটি। মহিলার এমন আচরন মানুষের মন জয় করেছে। মানবতার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ছবিটি তুলেছেন ফটোসাংবাদিক হিতেশ গুপ্তা। ফটোতে দেখা মহিলাটিকে দেখা যাচ্ছে তাঁর নাম হুমা। তিনি পেশায় একজন শিক্ষিকা। স্কুল ছুটির পর তিনি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। তখনই ক্যামেরায় বন্দি হয়েছে এই দৃশ্য়।

গীতা শাক্য নামের এক ফেসবুক ব্যবহারকারী এই ছবিটি পোস্ট করে লিখেছেন- “মানবতার চেয়ে বড় কোনও ধর্ম নেই।” এখনও পর্যন্ত ছবিটিতে দুই হাজারের বেশি মানুষ কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “এখনকার দিনে এখনও এমন মানুষ আছে বলেই পৃথিবীটা এত সুন্দর।” অন্য একজন লিখেছেন, “একেই বোধ হয় মানবিকতা বলে।”