Viral Video: রশ্মিকা মান্দানার ‘সামি সামি’ গানের ছন্দে নাচলেন এই এয়ার হোস্টেস, ভাইরাল হয়ে গেল সেই ভিডিয়ো…
মানি কে মাগে হিথের পর এবার সামি সামি গানেও একইভাবে ভাইরাল এয়ার হোস্টেস আয়াত। দেখে নিন তাঁর সাম্প্রতিক এই ভিডিয়ো যা নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে...
যারা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় তাঁরা আয়তের নাম শুনেই থাকবেন। মানি কে মাগে হিতের নাচ নেচে বেশ সাড়া ফেলেছিলেন তিনি। ইন্ডিগো এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত এই এয়ার হোস্টেসের সেই নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ঝড়ের গতিতে। সেই আয়াত এখন একটি নতুন পোস্ট শেয়ার করেছেন।
এর আগে তিনি একটি খালি ফ্লাইটে নিজের নাচের একটি ভিডিয়ো আপলোড করার পরে ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন। এখন, আবারও, আয়াত তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম রিল দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তৈরি করেছেন। সর্বশেষ ভিডিয়োতে, তাঁকে ‘সামি সামি’ গানে নাচ করতে দেখা যাচ্ছে। গানটি আল্লু অর্জুনের ব্লকবাস্টার হিট ছবি ‘পুষ্পা’-র। এই গানে রশ্মিকা মান্দানাকে নাচতে দেখা গিয়েছিল।
ভিডিয়োটি দেখুন:
View this post on Instagram
ভাইরাল ভিডিয়োতে আয়াতকে ক্রিম আর সোনালি রঙের শাড়ি পরা দেখা যায়। তিনি সোনার গয়না দিয়ে তাঁর লুক সাজিয়েছেন। আয়াত ‘সামি সামি’-এর হুক স্টেপটি অসাধারণ সুন্দর করে তুলে ধরেছেন, যা নেটিজেনদের রীতিমতো হতবাক করে দিয়েছে।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, ‘এই গানটির জন্য অনেক অনুরোধ এসেছে।’ নেটিজেনরা আয়াতের নাচের ধাপগুলো দেখে দারুণ মুগ্ধ হয়েছে। কেউ লিখেছেন, ‘একেবারে শ্বাসরুদ্ধকর’, তো কেউ লিখেছেন, ‘বাহ! চমৎকার!’
আরও পড়ুন: Viral Video: দিল্লির এই ফুড জয়েন্টে তৈরি হচ্ছে নিরামিষ মাছ ভাজা! ভিডিয়ো প্রকাশ পেতেই তুমুল ভাইরাল
আরও পড়ুন: Viral Video: দুটি ট্রেনের মাঝে পাল্লা দিয়ে ছুটে চলেছে এই ঘোড়া, ভিডিয়োতে দেখুন কী হল তার পরিণতি…