কুমিরদের শিকার ধরার ভয়ঙ্কর সব ভিডিয়ো হামেশাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কোথাও দেখা যায় মানুষের অসতর্কতায় তাঁকে টেনে জলে নিয়ে গিয়েছে কুমির। কোথায় বা জলে ঘাপটি মেরে লুকিয়ে থাকা কুমির অতর্কিতে আক্রমণ করেছে অন্যান্য প্রাণীকে। তবে এবার যে ভিডিয়ো টুইটারে কার্যত ট্রেন্ডিং হয়েছে, তা দেখে হেসে গড়াচ্ছেন একদল নেটিজ়েন। তবে কুমিরটির অবস্থা দেখে চিন্তাতেও পড়ে গিয়েছেন পশু প্রেমীরা। কিন্তু কী এমন হয়েছে ওই কুমিরের? ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মাথার উপরে ওড়া একটি ড্রোন খেয়ে নিয়েছে কুমিরটি। আর তারপর যথারীতি মুখের ভিতর সম্ভবত ড্রোনটি ফেটে যাওয়ায় চারদিক দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করেছে। এই ঘটনা ঘটেছে সুদূর ফ্লোরিডাতে।
ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি জলাভূমিতে একগুচ্ছ জলজ গাছ আর ঘাসের মাঝখানে ভেসে রয়েছে একটি কুমির। খানিকক্ষণ পরেই দেখা গিয়েছে, কুমিরটির মাথার উপর উড়ছে একটি ছোটখাটো সাইজের ড্রোন। আচমকাই এক লাফ দিয়ে সটান ড্রোনটি মুখে পরে নিয়েছিল কুমিরটি। তারপর ধারালো দাঁত দিয়ে চিবোতেও শুরু করেছিল। এরপর ঠিক করে হয়ে তা স্পষ্ট নয়। কিন্তু মুহূর্তের মধ্যেই কুমিটির মুখ দিয়ে গলগল করে সাদা রঙের ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। জলাভূমির বাইরে দাঁড়িয়ে যাঁরা এই ঘটনার ভিডিয়ো করছিলেন, তাঁরা তখন কুমিরটিকে উদ্দেশ্য করে বলতে শুরু করেছেন, ‘ওটা খেয়ো না। ফেলে দাও। ওটা খাবার জিনিস নয়।’
ড্রোন খেয়ে নিচ্ছে কুমির, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে এই ভিডিয়ো। নেট দুনিয়ার বিভিন্ন মাধ্যমে তা ভাইরালও হয়েছে। টুইটারে এই ভিডিয়ো প্রথমে শেয়ার করেছিলেন Chris Anderson। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ড্রোন তৈরির কোম্পানি 3DR- এর প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও এই ক্রিস অ্যান্ডারসন। এরপর অনেকেই ক্রিসের এই টুইট রিটুইট করেছেন। তবে সেই তালিকায় লাইমলাইট কেড়ে নিয়েছেন সুন্দর পিচার। গুগল এবং অ্যালফাবেটের এই ভারতীয় বংশোদ্ভূত সিইও পর্যন্ত ওই কুমিরের কাণ্ড দেখে বোধহয় হতবাক হয়ে গিয়েছেন। নাহলে যে লোক দীর্ঘদিন ধরে টুইটারে কেবল প্রযুক্তি সংক্রান্ত আলোচনাই করেন, তিনি হঠাৎ কেন কুমিরের ভিডিয়ো শেয়ার করবেন?
এই ভিডিয়ো নিয়ে বিস্তর হাসি-মজাও হয়েছে। নেটিজ়েনদের একাংশ রসিকতা করে বলেছেন, নির্ঘাত ওই ড্রোন দিয়ে কুমিরের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে। আর এই ব্যাপারটা মোটেই পছন্দ হয়নি ওই কুমিরের। তাই যোগ্য জবাব দিতে সটান ড্রোনটি চিবিয়ে খেয়েই নিয়েছে ওই কুমির। কিন্তু তার জেরে যে নিজেই বিপদে পড়বে সেইসব আর ভেবে দেখেনি সে। ফলে যা অঘটন ঘটার তাই-ই হয়েছে।
আরও পড়ুন- Viral Video: মদ্যপ যুবকের তাণ্ডবে বন্ধ হল জাতীয় সড়ক! ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়িও
কুমিরদের শিকার ধরার ভয়ঙ্কর সব ভিডিয়ো হামেশাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কোথাও দেখা যায় মানুষের অসতর্কতায় তাঁকে টেনে জলে নিয়ে গিয়েছে কুমির। কোথায় বা জলে ঘাপটি মেরে লুকিয়ে থাকা কুমির অতর্কিতে আক্রমণ করেছে অন্যান্য প্রাণীকে। তবে এবার যে ভিডিয়ো টুইটারে কার্যত ট্রেন্ডিং হয়েছে, তা দেখে হেসে গড়াচ্ছেন একদল নেটিজ়েন। তবে কুমিরটির অবস্থা দেখে চিন্তাতেও পড়ে গিয়েছেন পশু প্রেমীরা। কিন্তু কী এমন হয়েছে ওই কুমিরের? ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মাথার উপরে ওড়া একটি ড্রোন খেয়ে নিয়েছে কুমিরটি। আর তারপর যথারীতি মুখের ভিতর সম্ভবত ড্রোনটি ফেটে যাওয়ায় চারদিক দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করেছে। এই ঘটনা ঘটেছে সুদূর ফ্লোরিডাতে।
ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি জলাভূমিতে একগুচ্ছ জলজ গাছ আর ঘাসের মাঝখানে ভেসে রয়েছে একটি কুমির। খানিকক্ষণ পরেই দেখা গিয়েছে, কুমিরটির মাথার উপর উড়ছে একটি ছোটখাটো সাইজের ড্রোন। আচমকাই এক লাফ দিয়ে সটান ড্রোনটি মুখে পরে নিয়েছিল কুমিরটি। তারপর ধারালো দাঁত দিয়ে চিবোতেও শুরু করেছিল। এরপর ঠিক করে হয়ে তা স্পষ্ট নয়। কিন্তু মুহূর্তের মধ্যেই কুমিটির মুখ দিয়ে গলগল করে সাদা রঙের ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। জলাভূমির বাইরে দাঁড়িয়ে যাঁরা এই ঘটনার ভিডিয়ো করছিলেন, তাঁরা তখন কুমিরটিকে উদ্দেশ্য করে বলতে শুরু করেছেন, ‘ওটা খেয়ো না। ফেলে দাও। ওটা খাবার জিনিস নয়।’
ড্রোন খেয়ে নিচ্ছে কুমির, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে এই ভিডিয়ো। নেট দুনিয়ার বিভিন্ন মাধ্যমে তা ভাইরালও হয়েছে। টুইটারে এই ভিডিয়ো প্রথমে শেয়ার করেছিলেন Chris Anderson। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত ড্রোন তৈরির কোম্পানি 3DR- এর প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও এই ক্রিস অ্যান্ডারসন। এরপর অনেকেই ক্রিসের এই টুইট রিটুইট করেছেন। তবে সেই তালিকায় লাইমলাইট কেড়ে নিয়েছেন সুন্দর পিচার। গুগল এবং অ্যালফাবেটের এই ভারতীয় বংশোদ্ভূত সিইও পর্যন্ত ওই কুমিরের কাণ্ড দেখে বোধহয় হতবাক হয়ে গিয়েছেন। নাহলে যে লোক দীর্ঘদিন ধরে টুইটারে কেবল প্রযুক্তি সংক্রান্ত আলোচনাই করেন, তিনি হঠাৎ কেন কুমিরের ভিডিয়ো শেয়ার করবেন?
এই ভিডিয়ো নিয়ে বিস্তর হাসি-মজাও হয়েছে। নেটিজ়েনদের একাংশ রসিকতা করে বলেছেন, নির্ঘাত ওই ড্রোন দিয়ে কুমিরের গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে। আর এই ব্যাপারটা মোটেই পছন্দ হয়নি ওই কুমিরের। তাই যোগ্য জবাব দিতে সটান ড্রোনটি চিবিয়ে খেয়েই নিয়েছে ওই কুমির। কিন্তু তার জেরে যে নিজেই বিপদে পড়বে সেইসব আর ভেবে দেখেনি সে। ফলে যা অঘটন ঘটার তাই-ই হয়েছে।
আরও পড়ুন- Viral Video: মদ্যপ যুবকের তাণ্ডবে বন্ধ হল জাতীয় সড়ক! ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়িও