Viral Video: মদ্যপ যুবকের তাণ্ডবে বন্ধ হল জাতীয় সড়ক! ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়িও
ট্রাফিকের বিপরীতে হেঁটে কখনও গাড়ির সামনে বসে পড়তে দেখা গিয়েছে, কখনও গাড়ির ডিকির সামনে রেজিস্ট্রেশন নাম্বার প্লেট ধরে টানাটানি করতে উদ্যত হয়েছে।
মদ্যপান করে মাতলামি করার বিচিত্র ঘটনা হামেশাই ঘটে থাকে। কিন্তু সুরাতের এই মদ্যপ ব্যক্তি যা করলেন তা বেশ ভয়ংকর। সোমবার বিকেলে, কিমের কাছে ৪৮ নং জাতীয় সড়কের পিপোড়া ফ্লাইওভার ব্রিজের উপর রীতিমতো তাণ্ডব চালালেন ওই অজ্ঞাত ব্যক্তি। তাঁর আজব কীর্তিতে রাস্তায় যানচলাচল ব্যাহত তো হয়েছিলই, গাড়ির বনেটে উঠে কিছু গাড়িতে ভাঙচুরও চালায়।
পুলিশ জানিয়েছে, ৩০ বছরের ওই যুবক নেশার ঘোরে সুরাত ও ভারুচ এলাকার মধ্যবর্তী হাইওয়েতে তাণ্ডব চালানোর পর স্থানীয়দের মধ্যস্থতায় সে সেখান থেকে রহস্যজনকভাবে হারিয়ে যায়। তবে ওই মদ্যপ যুবকের কীর্তির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ভাইরাল হয়ে যায়।
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, নেশায় বুঁদ হয়ে টলতে টলতে ব্রিজের ব্যস্ত ট্রাফিকের মাঝখানে চলে আসে। হু হু করে গাড়ি তার চারপাশ দিয়ে চলে গেলেও তাঁর হুঁস নেই। বরং তার আচরণে যানবাহন প্রায় স্তব্ধ হয়ে যাওয়ার অবস্থা। ট্রাফিকের বিপরীতে হেঁটে কখনও গাড়ির সামনে বসে পড়তে দেখা গিয়েছে, কখনও গাড়ির ডিকির সামনে রেজিস্ট্রেশন নাম্বার প্লেট ধরে টানাটানি করতে উদ্যত হয়েছে। কয়েকটি গাড়িতে লাফ দিয়ে সামনের কাঁচ ভাঙার চেষ্টা করেছে, আবার কখনও উইপার ভেঙে কাঁচের উপর লাথি মেরে ভেঙে ফেলার চেষ্টা চালিয়েছে সে। কয়েকটি গাড়ির সামনের কাঁচ ভেঙে দিয়েছে বলে জানা গিয়েছে। রাস্তা বন্ধ করে গাড়ির সামনে শুয়ে বসে সময় কাটিয়েছে সে।
ক্ষতিগ্রস্ত গাড়ির ভিতরে যাঁরা ছিলেন তাঁরা এতটাই আতঙ্কিত ছিলেন যে গাড়ির বাইরে বের হয়ে কেউই তাঁকে আটকানোর চেষ্টা করেননি। প্রথমে গাড়ি সামনেই বসে পড়ে ট্রাফিক বন্ধ করে দেয় সে। তারপরই হঠাত করে আচরণে পরিবর্তন করে গাড়ির উপর তাণ্ডব চালাতে থাকে। বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে কয়েকজন গাড়ি থেকে নেমে তাঁকে ধরে ফেলেন। হাত লাগান স্থানীয়রাও। রাস্তার ধারে নিয়ে গিয়ে মদ্যপ যুবককে জিজ্ঞাসাবাদও করেন তাঁরা। পুলিশ জানিয়েছে, স্থানীয়রা তাঁকে ধরে ফেললেও, পুলিশ যখন যায়, তখন ঘটনাস্থল থেকে ওই অভিযুক্ত পালিয়ে গিয়েছে।