Viral Video: খবর বলার সময় বিরাট ভুল করে বসলেন BBC-র উপস্থাপক, নেটিজ়েনরা হেসে খুন
Viral Video Today: BBC অ্যাঙ্কর (Anchor) লুকওয়েসা বুরাক (Lukwesa Burak) তখন একটি লাঞ্চটাইম সেগমেন্ট হোস্ট করছিলেন। BBC-র প্রি-রেকর্ড স্নিপেট বাজানোর সময় তিনি নিজেকে একটু স্ট্রেচ করে নিচ্ছিলেন। কিন্তু স্নিপেট যে এত জলদি শেষ হবে, তা তিনি বুঝতেও পারেননি।
Latest Viral Video: তিনি তখন খবর বলছিলেন। ক্যামেরা তাঁর দিকেই তাক করা। সেই সময়ই তিনি করে ফেললেন এক মস্ত ভুল, যা দেখে ইন্টারনেটে হাসাহাসি থামছে না। মজাদার ভিডিয়ো। BBC অ্যাঙ্কর (Anchor) লুকওয়েসা বুরাক (Lukwesa Burak) তখন একটি লাঞ্চটাইম সেগমেন্ট হোস্ট করছিলেন। BBC-র প্রি-রেকর্ড স্নিপেট বাজানোর সময় তিনি নিজেকে একটু স্ট্রেচ করে নিচ্ছিলেন। কিন্তু স্নিপেট যে এত জলদি শেষ হবে, তা তিনি বুঝতেও পারেননি। লাইভে আবার তাঁকেই দেখা যায়। আর তখন তিনি স্ট্রেচ করতেই মগ্ন। বিষয়টা যখন বুঝতে পারলেন, তখন আর কিছু করার ছিল না।
টুইটারে Brexit Shambles নামক একটি পেজ থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্লিপটিতে, লুকওয়েসাকে বলতে শোনা যায়, “এবং সেখানে বেলগ্রেডের বেথানি বেল ছিলেন। সারা বিশ্বে এবং ব্রিটেনের সর্বত্র এটি বিবিসি নিউজ়।” এর পরই যখন পর্দায় তিনি ফিরে এলেন, পুরোপুরি তৈরি হয়ে ফিরলেন না। হাল্কা ব্যায়াম করে নিচ্ছিলেন। যা তিনি পর্দায় ফেরার সময়ও শেষ হয়নি।
So this just happened on BBC News ? pic.twitter.com/T8ca7VY4Co
— Brexitshambles (@brexit_sham) May 4, 2023
বুলেটিনটি সেই সময় একটি প্রি-রেকর্ডেড অংশে কেটে যায়, যেখানে সঙ্গীতশিল্পীরা ব্যাগপাইপ বাজাচ্ছিলেন। লুকওয়েসা যখন স্ট্রেচ করছিলেন, তখনই তাঁকে কেউ ‘ঠিক আছে’ বলার পরেই আবার স্টুডিওতে তাঁর কাছেই ফিরে আসে ক্যামেরা। কিন্তু তখনও যে তাঁর স্ট্রেচিং শেষ হয়নি। যখন তিনি বুঝলনে এই অবস্থাতেই লাইভ হয়ে গিয়েছেন, তখন এক সেকেন্ডের জন্য হতবাক হয়ে গিয়েছিলেন লুকওয়েসা। ক্যামেরার দিকে ফ্যালফ্যাল করে চেয়েছিলেন তিনি!
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “এই মাত্র বিবিসি নিউজে এমন কাণ্ড ঘটেছে।” গত বৃহস্পতিবার ভিডিয়োটি শেয়ার করা হয়েছে টুইটারে। এর মধ্যেই তার ভিউ 9 লাখ ছাপিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কেউ তাঁকে সাপোর্ট করেছেন। কেউ আবার বলেছেন, এটা এমন কিছু বড় ঘটনা নয়।