Viral Video: সাপেদের রাখি পড়াতে গিয়ে প্রাণ হারালেন ভাই, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 25, 2021 | 7:35 PM

কিন্তু সেখানে পৌঁছনোর আগেই বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। সদর হাসপাতালে পৌঁছালে ওখানের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

Viral Video: সাপেদের রাখি পড়াতে গিয়ে প্রাণ হারালেন ভাই, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো...
সাপকে রাখি পড়াচ্ছেন ওই যুবক

Follow Us

কয়েকদিন আগেই পালিত হয়েছে রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধনের এই পবিত্র উৎসব পালিত হয় ভাই বোনের মধ্যে, যেখানে বোন তার ভাইয়ের হাতে রাখি বাঁধে। কিন্তু একটু অন্য ভাবে রাখি বন্ধ পালন করতে গিয়ে প্রাণ হারালেন বিহারের এক যুবক। ভাই বা বোন নয়, দু জোড়া সাপকে রাখি পড়াতে গিয়েছিলেন তিনি। আর এই নতুন কিছু করার প্রচেষ্টায় বিপত্তি ঘটল তাঁর নিজেরই।

বিহারের সারণ নামক এলাকায় ২৫ বছরের মনমোহন নামক একটি যুবক রাখি পড়াতে চেষ্টা করেন দু জোড়া সাপকে। পেশায় সাপুড়ে ছিলেন মনমোহন। রাখি বন্ধন উৎসবের দিন বোনকে ওই সাপদের রাখি পড়াতে বলেন। শেষ অবধি নিজেই প্রাণ হারালেন সাপের কাছে। ভিডিয়োটি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়..

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো..

ভিডিয়োটি তুষার শ্রীবাস্তব নামক একজন ট্যুইটার ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ৪৫ সেকেন্ডের ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে, মনমোহন নামক ওই সাপুড়ে লেজ ধরে সাপেদের সাথে রাখির আচার অনুষ্ঠান পালন করছেন। পাশে তার মা ও বোন দাঁড়িয়ে তাঁর হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছে। এর মাঝেই যখন ব্যস্ত হয়ে তিনি ওপরের দিকে তাকান, তখনই একটি সাপ তার পায়ে কামড়ে দেয়। ভিডিয়োটি ট্যুইটারে পোস্ট করা মাত্রই বেশ ভাইরাল হয়ে যায়। ভিডিয়োটিতে আরও দেখা যায় যে, যখন ওই সাপুড়ে বোনকে দিয়ে সাপকে রাখি পড়ানো আচার অনুষ্ঠান করছিলেন তখন বেশ ভিড় করে দাঁড়িয়েছিল গ্রামবাসী। তাদের মধ্যে অনেকেই ব্যস্ত ছিলেন ওই কর্মকাণ্ডের ভিডিয়ো ও ছবি তুলতে।

ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা যায় যে, ঘটনাটি ঘটেছে বিহারের সারণে। তুষার শ্রীবাস্তব নামক ওই ট্যুইটার ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন যে, বোনকে দিয়ে সাপকে রাখি পড়ানো ভারী পড়ল। তাঁর ক্যাপশন থেকে আরও জানা যায়, সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন ভাই।

সূত্রের খবর অনুযায়ী জানা যায় যে, চিকিৎসার জন্য মনমোহনকে সারণ জেলার একমার নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দুর্ভাগ্যবশত, একমার স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টি-ভেনম ইনজেকশন ছিল না। এরপর মনমোহনকে চাপড়ার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। সদর হাসপাতালে পৌঁছালে ওখানের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ইন্টারনেটের দৌলতে নিয়মিত বন্য পশু পাখির ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে বিষাক্ত বন্য প্রাণী হিসাবে সাপও থাকে। কিন্তু এই বিষাক্ত বন্য প্রাণীদের নিয়ে অবহেলা বা খেলা করার অর্থ হল নিজের প্রাণের ঝুঁকি নেওয়া। অন্যদিকে, রাখি পূর্ণিমার দিন ভাইরা বোনকে রক্ষা করার শপথ নেন। সেই দিনই নতুনত্ব করতে প্রাণ হারালেন মনমোহন। তবে বিষাক্ত সাপদের উদ্ধার কার্যেই নিযুক্ত ছিলেন মনমোহন। এমনকি সাপে কামড়ানো লোকদের চিকিৎসাও করতেন তিনি। কিন্তু শেষ তাঁর আর চিকিৎসা হল না।

 

আরও পড়ুন: রান্নাঘরের জানলা দিয়ে এল সিংহের গর্জন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Next Article