AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ভর সন্ধেয় বৃদ্ধাকে গুঁতো ‘শান্ত’ ষাঁড়ের, লাথি খেয়েও বাঁচাতে এল সাহসী বাচ্চা, নেটিজ়েনদের কুর্নিশ

Viral Video Today: একটি ষাঁড় (Bull) হঠাৎ করে এক বয়স্ক মহিলাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। বৃদ্ধাকে (Elderly Woman) বাঁচাতে এসেছিল একটি বাচ্চা ছেলে (Little Boy)। তাকেও ষাঁড়টি গুঁতো মেরে, বেশ কয়েক বার পা দিয়ে লাথি পর্যন্ত মেরে রাস্তায় ফেলে দেয়।

Viral Video: ভর সন্ধেয় বৃদ্ধাকে গুঁতো 'শান্ত' ষাঁড়ের, লাথি খেয়েও বাঁচাতে এল সাহসী বাচ্চা, নেটিজ়েনদের কুর্নিশ
শান্ত ষাঁড় কীভাবে অশান্ত হয়ে উঠল, দেখুন।
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 2:16 PM
Share

Latest Viral Video: প্রাণীরা কখন, কেমন আচরণ করবে, তা সত্যিই অপ্রত্যাশিত। কিছু সময় সে আপনার সঙ্গে বড় অদ্ভুত ভাবে আচরণ করবে। কখনও আবার সে এতটাই হিংস্র হয়ে উঠবে যে, আপনি আগে থেকে তার আন্দাজইকরতে পারবেন না। কখনও পথকুকুর বা গরু, ষাঁড়দের আক্রমণের ভিডিয়ো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি। তাজ্জব বনে যাই আমরা এই ভেবে যে, শান্ত প্রাণীটা কীভাবে এতটা ভয়ানক হয়ে উঠল! কিছুক্ষেত্রে তো পথচারীদের মৃত্যুর ঘটনাও আমাদের সামনে এসেছে। তেমনই একটি ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটি ষাঁড় (Bull) হঠাৎ করে এক বয়স্ক মহিলাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। বৃদ্ধাকে (Elderly Woman) বাঁচাতে এসেছিল একটি বাচ্চা ছেলে (Little Boy)। তাকেও ষাঁড়টি গুঁতো মেরে, বেশ কয়েক বার পা দিয়ে লাথি পর্যন্ত মেরে রাস্তায় ফেলে দেয়।

সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, সন্ধের দিকে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন ওই বয়স্ক মহিলা। সেই সময়ই ক্ষিপ্ত ষাঁড়টি তাঁকে গুঁতো মেরে একটি বাড়ির প্রবেশদ্বারে একপ্রকার ধাক্কা মেরে ফেলে দেয়। আশ্চর্যজনক ভাবে প্রাণীটিকে কোনও রকম প্ররোচনা ছাড়াই হঠাৎ করে বয়স্ক মহিলাকে ধাক্কা মারে। এতটাই সজোরে ওই ষাঁড়টি মহিলাকে গুঁতিয়ে দেয় যে, মহিলা ছিটকে গিয়ে একটি বাড়ির গেটে পড়েন। বৃদ্ধা যে সময় মাটিতে পড়ে গিয়ে ওঠার চেষ্টা করছিলেন, ষাঁড়টি তাঁর কাছে এসে আবারও আক্রমণ করার চেষ্টা করে।

হঠাৎই একটা ছেলে সেখানে হাজির হয়। বৃদ্ধাকে বাঁচাতেই এগিয়ে আসে সে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায়। কিন্তু ষাঁড়টি ওই বাচ্চাকেও আঘাত করে। প্রথমে বাচ্চাটিকে মাথা দিয়ে গুঁতিয়ে তারপর বেশ কয়েক বার পা দিয়ে লাথি মারে ষাঁড়টি। তবে বাচ্চাটি কোনও ভাবে নিজেকে ওই ষাঁড়ের আক্রমণ থেকে রক্ষা করে এবং বৃদ্ধাকে উদ্ধারও করে। ষাঁড়টি তাঁদের ফের আক্রমণ করে মাটিতে ফেলে দেয়।

তড়িঘড়ি স্থানীয় বেশ কিছু মানুষ ঘটনাস্থলে চলে আসেন। একজন একটি লাঠি নিয়ে ষাঁড়ের পিঠে মারে। কিন্তু তাতেও থামার পাত্র নয় প্রাণীটি। তাণ্ডব চালাতেই থাকে। টুইটারে কুমার মণীশ নামের এক ব্যক্তি ভিডিয়োটি শেয়ার করেছেন। তার ক্যাপশনে তিনি লিখেছেন, “যে ভাবে কম বয়সী ছেলেটি বৃদ্ধাকে বাঁচাতে এগিয়ে আসে, তা সত্যিই প্রশংসনীয়।”

জানা গিয়েছে, এই ঘটনাটি আমেদাবাদের। যিনি ভিডিয়োটি শেয়ার করেছেন, তিনি জানিয়েছেন এই ভিডিয়ো বেশ কিছু দিনের পুরনো। তবে এই ঘটনা যে এখনও ঘটে চলেছে, সে কথাও উল্লেখ করেছেন তিনি। গত 7 এপ্রিল ভিডিয়োটি শেয়ার করা হয়। এর মধ্যেই তার ভিউ 678.1K হয়ে গিয়েছে। নেটিজ়েনরা ওই বাচ্চাটির প্রশংসায় পঞ্চমুখ। যে ভাবে সে নিজের জীবনের পরোয়া না করে ওই বৃদ্ধাকে উদ্ধারে এগিয়ে আসে, নেটপাড়ার লোকজন তার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন।