বিয়েবাড়ির পরিবেশ কিন্তু এখন আগের তুলনায় অনেক বদলেছে। আচার-আচরণে পরিবর্তন হয়েছে বর-কনেরও। বেশ উপভোগ করে মজা-আনন্দ, হাসি-ঠাট্টা-তামাশায় এখন বিয়ে করেন পাত্র-পাত্রী। আক্ষরিক অর্থেই বিয়ে মানে এখন জমজমাট সেলিব্রেশন। আর তার জেরেই বিয়েবাড়িতে বিভিন্ন মজার মুহূর্তও দেখা যায়। আজকাল আবার সোশ্যাল মিডিয়ার যুগ। তাই সেই সমস্ত ঘটনার ছবি কিংবা ভিডিয়ো ভাইরাল হতে মোটেই সময় লাগে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সম্প্রতি। সেখানে দেখা গিয়েছে, বিয়েবাড়িতে কার্যত ‘কবাডি’ খেলছেন কনে।
প্রায় আড়াই মিনিটের (২ মিনিট ২০ সেকেন্ড) ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, বিয়ের আসরে একটি স্টেজের উপর দাঁড়িয়ে রয়েছেন বর এবং কনে। দু’জনেরই হাতে বরমালা। তখনও মালাবদল পর্ব শুরু হয়নি। এদিকে দেখা গিয়েছে, কনের কানে কানে এসে কী যেন বলে গেলেন আরও দুই তরুণী। আবার বরের পাশে এসেও ফিসফিস করে কিছু একটা বলতে দেখা গেল এক যুবককে। এরপরই শুরু হল মালাবদল পর্ব। পাত্রী বেশ সহজ ভাবেই মালা পরিয়ে দিলেন বরকে। কারণ বরের বন্ধুবান্ধব কিংবা আত্মীয়স্বজনের কেউই বরকে কোলে নিয়ে উঁচুতে তুলে দেওয়া বা অন্য কোনও রকম মশকরা করেননি।
দেখুন সেই ভিডিয়ো
यूं तो यह जयमाल का दृश्य है, पर दुल्हन की हरकत देखकर लगता है कि वो कबड्डी खेलने के इरादे से आई थी।
दूल्हे के दोस्तों का धन्यवाद जिन्होंने जयमाल सम्पन्न करवाने में मदद की। @navalkant @sengarlive @candidbhanot @PANKAJPARASHAR_ @nadeemNBT pic.twitter.com/cDzH0o8rQx— Manish Mishra (@mmanishmishra) July 23, 2021
কিন্তু কাণ্ড ঘটল পাত্রীর বেলায়। যেই না বর নতুন কনেকে মালা পরাতে যাবে ওমনি এঁকে বেঁকে পালাতে শুরু করলেন তরুণী। সাধারণত এসব ক্ষেত্রে উদ্যোগ নেয় পাত্রীর বন্ধুবান্ধব কিংবা আত্মীয়স্বজন। তবে এক্ষেত্রে এই কনে একাই একশ। সারা স্টেজ জুড়ে মালা হাতে দৌড় করিয়েছেন নতুন বরকে। এমনকি ধরা দেবেন না বলে স্টেজ থেকে নেমে দৌড়তেও দেখা গিয়েছে তাঁকে। শেষ পর্যন্ত কনেকে নিরস্ত করতে আর কেউ যাতে চোট না পান, সেজন্য স্টেজ থেকে সরিয়ে দেওয়া হয়ে বর-কনে বসার সুদৃশ্য সোফা। এর খানিকক্ষণ পর অবশেষে পাত্রীর গলায় মালা পরাতে সক্ষম হন নতুন বর।
এই গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। কনের কীর্তি দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। অত ভারী লেহেঙ্গা সঙ্গে গা-ভর্তি গয়না পরেও কনে যেরকম সাবলীল ভাবে দৌড়ে বেড়াচ্ছিলেন, সেজন্য তাঁর ফিটনেস আর ফ্লেক্সিবিলিটিকে কুর্নিশ জানিয়েছেন নেটিজ়েনরা।
আরও পড়ুন- Viral Video: পথচলতি যুবককে পিছন থেকে ধাক্কা মারল দ্রুতগতির বাস! তারপর… দেখুন ভিডিয়ো