Viral Video: পথচলতি যুবককে পিছন থেকে ধাক্কা মারল দ্রুতগতির বাস! তারপর… দেখুন ভিডিয়ো
রাস্তা দিয়ে হাঁটছিলেন যুবক। পিছন থেকে এসে ধাক্কা মারল দ্রুত গতির বাস। তারপরও প্রাণে বাঁচলেন তিনি! কীভাবে এমনটা সম্ভব? প্রশ্ন ঘুরছে নেটিজ়েনদের মনে।
রাখে হরি মারে কে… অতি প্রচলিত এই প্রবাদ তো প্রায় সকলেরই জানা। এবার তারই নমুনা পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে। টুইটারে এই ভিডিয়ো শেয়ার করেছেন প্রাক্তন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান। সেখানে দেখা গিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন এক যুবক। আচমকাই পিছন থেকে আসা দ্রুত গতির একটি বাস তাঁকে ধাক্কা মেরেছে। একথা শুনে সকলেই হয়তো আন্দাজ করেছেন সাংঘাতিক এক দুর্ঘটনা ঘটেছে। হয়তো যুবক ঘটনাস্থলেই মারা গিয়েছেন। কিংবা গুরুতর ভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে এসব কিছুই হয়নি। চমকে দেওয়ার মতো ঘটনা হলেও এটাই সত্যি যে প্রাণে বেঁচে গিয়েছেন ওই যুবক। শুধু তাই নয়। দিব্যি সুস্থ রয়েছেন। বাসের ধাক্কা খাওয়ার পরেও সাবলীল ভাবেই হাত-পা ঝেড়ে উঠে দাঁড়িয়েছেন তিনি। ঢুকে গিয়েছেন রাস্তার পাশের কোনও এক দোকানে। রেক্স চ্যাপম্যানের শেয়ার করা এই ভিডিয়ো দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজ়েনরা। কীভাবে এমন মারাত্মক পথ দুর্ঘটনার পরও ওই যুবক সুস্থ ভাবে বেঁচে গিয়েছেন, তাই নিয়েই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কেউ বা বলছেন, মারাত্মক বিপদ হতে পারত ওই যুবকের। তবে এ যাত্রায় ভাগ্য এবং ঈশ্বর দুই-ই সহায় ছিলেন। তাই কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি।
রেক্স চ্যাপম্যানের শেয়ার করা ভিডিয়োটি দেখুন
Block or charge? pic.twitter.com/8N1I9GqgAC
— Rex Chapman?? (@RexChapman) July 22, 2021
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার ধার দিয়েই হাঁটছিলেন যুবক। পিছন থেকে ধেয়ে আসছিল তীব্র গতির বেশ বড় একটি বাস। রাস্তায় একটু বাঁক থাকায় এবং বাসের গতি অত্যন্ত বেশি থাকায় খানিকটা বেসামাল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচলতি ওই যুবককে ধাক্কা মারেন চালক। বাসের ধাক্কায় বেশ কিছুটা হিঁচড়ে চলে যান ওই যুবক। কিন্তু পরমূহুর্তেই বাসটি চলে যাওয়ার পর দিব্যি রাস্তা থেকে উঠে দাঁড়ালেন তিনি। চোখে মুখে বিস্ময়, আতঙ্ক কিছুই দেখা যায়নি তাঁর। বরং বেশ হাল্কা মেজাজে গা-হাত-পায়ের ধুলো ঝেড়ে পাশের দোকানে ঢুকে যেতে দেখা গিয়েছে ওই যুবককে। নেটিজ়েনদের অনেকেই বলছেন, এ যেন ম্যাজিক। এমন দুর্ঘটনার পর মৃত্যুকে ছুঁয়ে এ ভাবে ফিরে আসা সত্যিই ভাগ্যের ব্যাপার।
টুইটারে ক্রমশ বাড়ছে ভিডিয়োর ভিউ এবং লাইকের সংখ্যা। অনেক নেটিজ়েনই বেশ মজার কমেন্টও করেছেন এই ভিডিয়োতে। টুইটারে মাঝে মাঝেই বিভিন্ন বিস্ময়কর ভিডিয়ো শেয়ার করে থাকেন রেক্স চ্যাপম্যান। এবারও তাই হয়েছে। কয়েকদিন আগেই এই বিস্ময়কর ভিডিয়ো শেয়ার করেছিলেন তিনি।
আরও পড়ুন- Viral Video: ওয়ার্ক ফ্রম ওয়েডিং! বিয়ের মণ্ডপে ল্যাপটপ নিয়ে হাজির বর, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন- Viral Video: প্লাস্টিকের বোতল গিলে কেউটের হাঁসফাঁস অবস্থা! কী হল তারপর… দেখুন ভিডিয়ো