Viral Video: সঙ্গীত অনুষ্ঠানে জমিয়ে নাচ বরের, কনের এক্সপ্রেশনই কেড়ে নিল লাইমলাইট, দেখুন ভিডিয়ো

এই সঙ্গীতের পারফরম্যান্স অনেকদিন মনে থাকবে বলছেন নেটিজ়েনদের অনেকেই।

Viral Video: সঙ্গীত অনুষ্ঠানে জমিয়ে নাচ বরের, কনের এক্সপ্রেশনই কেড়ে নিল লাইমলাইট, দেখুন ভিডিয়ো
ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম ভিডিয়ো।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2021 | 9:14 PM

সঙ্গীর অনুষ্ঠানে মেতেছিলেন পাত্র এবং তাঁর বন্ধুরা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ‘কিউটি পাই’ গানের সঙ্গে মনে জমিয়ে নাচও করেছিলেন বর এবং বরের বন্ধুরা। কিন্তু সারা সন্ধের নজর কেড়ে নিয়েছিলেন কনে। একবারও মঞ্চে ওঠেননি তিনি। অথচ লাইমলাইটে ছিলেন কনেই। সকলেই তাঁর অভিব্যক্তির তারিফ করছিলেন। কিন্তু কী এমন করেছেন ওই কনে যে সকলে মুগ্ধ হয়ে গিয়েছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, সঙ্গীত অনুষ্ঠানে মঞ্চে নাচ করছেন বর এবং তাঁর বন্ধুরা। ‘কিউটি পাই’ গানে রণবীর কাপুরের মতোই এক্সপ্রেশন দিয়েছেন বর। তিনি এবং তাঁর বন্ধুরা জমিয়ে নাচও করেছেন। অথচ সবার নজর ছিল তাঁর উপর যিনি মঞ্চে ছিলেনও না। তিনি আর কেউ নন, ওই যুবকের হবু স্ত্রী। মঞ্চে হবু বরকে নাচতে দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন তিনি। বোঝাই যাচ্ছিল যে ভীষণ এক্সাইটেড ওই তরুণী। পারলে নিজেও নাচতে উঠে পড়েছিলেন আরকি। শুধু মঞ্চে উঠতেই যা বাকি রেখেছিলেন। নীচে মঞ্চের সামনেই যা পারফরম্যান্স ওই তরুণী দিয়েছেন যে মঞ্চে থাকা বর এবং তাঁর বন্ধুদেরও পাল্লা দিয়েছেন। তাঁকে উৎসাহও দিয়েছেন সঙ্গীত অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরা। এমনকি মঞ্চ থেকে ওই যুবক এবং তাঁর বন্ধুরাও বারবার তাকিয়ে তাকিয়ে দেখেছেন ওই কনের এক্সপ্রেশন।

দেখুন সেই নাচের ভিডিয়ো

এমনিতেই করণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’- এর ছবি গান ‘কিউটি পাই’ বলিউডের বিখ্যাত গান। অনেক বিয়েবাড়িতেই এই গানের সঙ্গে পারফরম্যান্স দেন বর-কনে। তবে এই সঙ্গীতের পারফরম্যান্স অনেকদিন মনে থাকবে বলছেন নেটিজ়েনদের অনেকেই। সিনেমায় এই গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল রণবীর কাপুর, অনুষ্কা শর্মা এবং ফাওয়াদ খানকে। তিন অভিনেতাই নজর কেড়েছিলেন নিজেদের অভিব্যক্তির দৌলতে। এবার বাস্তবেও তাই হয়েছে। সঙ্গীত অনুষ্ঠানে এই গানের সঙ্গে তাক লাগিয়েছেন কনে। বরকেও ছাপিয়ে গিয়েছেন তিনি।

আরও পড়ুন- Viral Video: শেষযাত্রায় আইসক্রিমের গাড়ি! টুইটারে ভাইরাল ভিডিয়ো দেখে আবেগপ্রবণ নেটিজ়েনরা

আরও পড়ুন- Viral Video: পরিষেবায় অসন্তুষ্ট হয়ে টেসলার ‘এস’ সিরিজের গাড়ির বিস্ফোরণ করে দিলেন ইনি, করলেন ভিডিয়োও…

আরও পড়ুন- Viral Video: দমকলের মইয়ে চড়েছে সান্তাক্লজ! হাসপাতালের জানলা দিয়ে বাচ্চাদের হাতে দেওয়া হল উপহার, দেখুন ভিডিয়ো