AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: শেষযাত্রায় আইসক্রিমের গাড়ি! টুইটারে ভাইরাল ভিডিয়ো দেখে আবেগপ্রবণ নেটিজ়েনরা

ডেলি মেলের একটি রিপোর্ট অনুসারে, হ্যাসন ডার্ভিশ নামে এক আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছিল। তাঁকে বিদায় জানাতেই তাঁর বন্ধু এবং সহকর্মীরা এমন আবেগপ্রবণ শেষযাত্রার আয়োজন করেছিলেন।

Viral Video: শেষযাত্রায় আইসক্রিমের গাড়ি! টুইটারে ভাইরাল ভিডিয়ো দেখে আবেগপ্রবণ নেটিজ়েনরা
ছবি সৌজন্যে- ScoopWhoop
| Edited By: | Updated on: Dec 21, 2021 | 8:21 PM
Share

এক ব্যক্তির শেষযাত্রায় গিয়েছে অসংখ্য আইসক্রিমের গাড়ি। রাস্তা দিয়ে সারিবদ্ধ হয়ে চলেছে এই আইসক্রিমের গাড়ি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর তা দেখে আবেগে ভেসেছেন নেটিজ়েনরা। কিন্তু কারও শেষকৃত্যে হঠাৎ আইসক্রিমের গাড়ি কেন যাবে? জানা গিয়েছে, যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি পেশায় একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন। আর তাঁকে সম্মান জানাতেই তাঁর সহকর্মীরা এই শেষযাত্রার আয়োজন করেছিলেন।

লুইসা ডেভিস নামের এক মহিলা এই ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণ লন্ডনের বাসিন্দা লুইসা সাতসকালে অদ্ভুত কিছু আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠেছিলেন। ঘুম ভাঙার পর শব্দের উৎস খুঁজতে জানলায় এগিয়ে যান তিনি। আর তখনই তার নজরে আসে রাস্তা দিয়ে কোনও মৃত ব্যক্তির শেষযাত্রা এগিয়ে চলেছে। আর তাতেই যোগ দিয়েছে অসংখ্য আইসক্রিমের গাড়ি। এই ঘটনা নজরে আসায় স্বভাবতই একটু চমকে যান লুইসা। কারণ কারও শেষযাত্রায় এমন দৃশ্য সচরাচর লক্ষ্য করা যায় না। পরে সামনে আসে আসল ঘটনা। শেষযাত্রায় কেন আইসক্রিমের গাড়ি গিয়েছিল সেকথা জানতে পারেন লুইসা।

ডেলি মেলের একটি রিপোর্ট অনুসারে, হ্যাসন ডার্ভিশ নামে এক আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছিল। তাঁকে বিদায় জানাতেই তাঁর বন্ধু এবং সহকর্মীরা এমন আবেগপ্রবণ শেষযাত্রার আয়োজন করেছিলেন। হ্যাসনের সারাজীবনের সঙ্গী তাঁর সাধের আইসক্রিম শেষবেলাতেও তাঁর সঙ্গী ছিল। হ্যাসনের পছন্দের কথা জানতেন তাঁর সহকর্মীরা। সেই মতোই এই শেষযাত্রার আয়োজন করা হয়েছিল। চোখের সামনে এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন লুইসা। এই শেষযাত্রার ভিডিয়ো টুইটারে শেয়ার করেছিলেন তিনি। আর তা দেখে টুইটারিয়ানরাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। হু হু করে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। নিমেষে ভিউ হয়েছে ১৩.৪ মিলিয়নের বেশি।

দেখুন সেই ভিডিয়ো

লুইসা জানিয়েছেন, এমন ঘটনা আগে কখনও চাক্ষুষ করেননি তিনি। চোখের জল, ভারাক্রান্ত মনের পাশাপাশি আনন্দেও যে প্রিয়জনকে বিদায় জানানো সম্ভব, সেটা বুঝিয়ে দিয়েছেন এই আইসক্রিম বিক্রেতার সহকর্মীরা। লুইসা জানিয়েছেন, এমন দৃশ্য দেখে আবেগে, কান্নায় গলা বুজে এসেছিল তাঁর। মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে মৃতের সহকর্মীদের উদ্দেশ্যেও বলেছেন যে, এমন শেষযাত্রা দেখে হয়তো অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছে। কিন্তু আনন্দও পেয়েছেন অনেকেই।

আরও পড়ুন- Viral Video: পরিষেবায় অসন্তুষ্ট হয়ে টেসলার ‘এস’ সিরিজের গাড়ির বিস্ফোরণ করে দিলেন ইনি, করলেন ভিডিয়োও…

আরও পড়ুন- Viral Video: দমকলের মইয়ে চড়েছে সান্তাক্লজ! হাসপাতালের জানলা দিয়ে বাচ্চাদের হাতে দেওয়া হল উপহার, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন- Viral Post: গ্যাস অফ করেই রান্না সরকারি অফিসারের ! সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই খোরাক হলেন নেটিজেনদের কাছে