AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: সন্তানকে রক্ষায় তিন সিংহীর উপর ঝাঁপিয়ে পড়ল মহিষ মা, দেখুন ভয়ঙ্কর লড়াইয়ের ভাইরাল ভিডিয়ো

Viral Video: তিনটে সিংহী একটি মহিষের বাচ্চা শিকার করতে গিয়েছিল। সাধারণত বড় মোষের সঙ্গে পাল্লা দিতে না পারায় দলে থাকা ছোট মহিষকেই অনেকসময় নিশানা করে সিংহীরা।

Viral Video: সন্তানকে রক্ষায় তিন সিংহীর উপর ঝাঁপিয়ে পড়ল মহিষ মা, দেখুন ভয়ঙ্কর লড়াইয়ের ভাইরাল ভিডিয়ো
ছবি প্রতীকী।
| Edited By: | Updated on: Apr 02, 2022 | 9:22 PM
Share

বিপদ থেকে সন্তানকে রক্ষা করার জন্য সব মায়েরাই (Mother) রুদ্ররূপ ধারণ করতে পারেন। সন্তান বিপদে থাকলে সেই সময় বোধহয় মায়ের থেকে শক্তিশালী এবং হিংস্র কেউ হয়ে ওঠেন না (Viral Video)। কারণ মায়ের লক্ষ্যই থাকে যেনতেনপ্রকারেণ সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করা। তা তিনি মনুষ্য সন্তানের মা হোন কিংবা জীবজন্তুর মা। সব ক্ষেত্রেই মায়ের ভূমিকা কিন্তু একই। সম্প্রতি সেই নিদর্শনই পাওয়া গিয়েছে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে। সেখানে দেখা গিয়েছে একটি মহিষের বাচ্চাকে শিকার করতে এসেছিল সিংহীর দল। তিনটি সিংহী আক্রমণ করেছিল একটি মোষের বাচ্চাকে। দূর থেকে তা দেখে ছুটে এসে সিংহীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল মহিষ বাচ্চাটির মা। তিনটি সিংহীর সঙ্গে একাই লড়েছে সে। জানকবুল লড়াই করে রক্ষা করেছে সন্তানকে।

View this post on Instagram

A post shared by wild animal shorts (@wild_animal_shorts_)

সাধারণত বলা হয় মোষেরা সিংহদের খুবই পছন্দের খাবার। তাই মহিষ শিকার করার সুযোগ হাতছাড়া করে না সিংহের দল। পশু বিশেষজ্ঞদের অনেকে বলেন, একটা মহিষ মানে অনেক বড় জন্তু অর্থাৎ অনেক মাংস। তাই একটা মহিষ শিকার করতে পারলে প্রায় পাঁচদিন আর শিকার করতে হয় না সিংহদের। তবে মহিষ শিকার করা সিংহদের কাছে মোটেও সহজ কাজ নয়। কারণ এমনিতেও সিংহদের তুলনায় সিংহীরাই বেশি শিকার করতে যায়। আর মহিষ শিকার করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মোষের দলের তাড়া খেয়ে পিঠটান দিতে বাধ্য হয়েছে সিংহীরা। নাহলে বড় বিপদ। তাই মহিষের দলের থেকে প্রাণ বাঁচিয়ে পালায় সিংহীরা।

নতুন করে ভাইরাল ভিডিয়োতেও তেমনটাই দেখা গিয়েছে। তিনটে সিংহী একটি মহিষের বাচ্চা শিকার করতে গিয়েছিল। সাধারণত বড় মোষের সঙ্গে পাল্লা দিতে না পারায় দলে থাকা ছোট মহিষকেই অনেকসময় নিশানা করে সিংহীরা। এক্ষেত্রেও তাই হয়েছে। সুযোগ বুঝে বাচ্চা মহিষটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল তিন সিংহী। কিন্তু সঠিক সময়ে ব্যাপারটা নজরে আসে ওই বাচ্চা মহিষের মায়ের। সন্তানকে বিপদে দেখে ছুটে আসে সে। সিংহীদের গ্রাস থেকে সন্তানকে বাঁচাতে একাই লড়ে যায় তিনটি সিংহীর সঙ্গে। যদিও শিকার ছেড়ে রণে ভঙ্গ দেওয়ার পাত্র ছিল না ওই সিংহীরা। তাই সমানে সমানে লড়ে যায় তারাও। এদিকে ততক্ষণে মহিষের দলের বাকি মোষেরাও এই লড়াই দেখতে পেয়ে ছুটে আসে নিজেদের বন্ধু এবং তার সন্তানকে রক্ষা করতে। শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় ওই তিন সিংহী। আর এ যাত্রায় বেঁচে গিয়েছে মোষের বাচ্চাটি।

আরও পড়ুন- Viral Video: ভয়ঙ্কর নাচ! হাতে মাইক নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে চিৎকার করে নাচছেন মহিলা, হতবাক নেটিজ়েনরা

আরও পড়ুন- Viral Video: বাহুবলীর কায়দায় হাতির পিঠে চড়লেন মাহুত, বৃদ্ধের ফিটনেস দেখে অবাক নেটপাড়া