Optical Illusion: নারীদের এই ছায়ার ছবিতে একজন বসে রয়েছেন, বলুন তো তিনি কোথায়?

Viral Brain Teaser: এই ছবিতে আপনি নিশ্চয়ই একসঙ্গে অনেক মহিলাকে দেখতে পাচ্ছেন। এরা আসলে প্রত্যেকেই প্রতিবিম্ব। আপাত দৃষ্টিতে এই ছবি দেখে আপনার মনে হতে পারে, ছবিতে আলাদা কিছুই নেই। প্রত্যেক মহিলারই ছায়া আপনার এক বলে মনে হবে। আসলে কিন্তু তা নয়। এখানে এই এত মহিলার প্রতিবিম্বের মাঝেই রয়েছে এমন একটা ছবি, যা বাকিদের থেকে আলাদা।

Optical Illusion: নারীদের এই ছায়ার ছবিতে একজন বসে রয়েছেন, বলুন তো তিনি কোথায়?
ভাল করে ছবিটা একবার দেখুন তো...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 7:29 PM

Latest Optical Illusion: অপটিক্যাল ইলিউশন মানুষকে বড্ড বিভ্রান্ত করে। কিন্তু তারপরেও তাঁরা এই ধরনের ছবির ধাঁধার সমাধান না করা পর্যন্ত ক্ষান্ত হন না। ছবিগুলি এমনই যে তার মধ্যে কিছু লুকিয়ে থাকে। সেই ধাঁধার সমাধান করা অনেকের কাছেই মজার, কারও কাছে আবার তা বড্ড কঠিন। এমনতর অপটিক্যাল ইলিউশনগুলির মধ্যে কিছু না কিছু অন্তর্নিহিত থাকে, যা আপাত দৃষ্টিতে নজরে আসে না। আপনি দেখেন এক, ভাবেন আর এক, কিন্তু শেষ পর্যন্ত সেই ছবি থেকে দেখা যাচ্ছে অন্য কিছু বেরোচ্ছে।

ছবির ধাঁধাগুলি আপনার দৃষ্টিশক্তির পরীক্ষা নিতে পারে ঠিকই। পাশাপাশি আপনার বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্যও এর কোনও বিকল্প নেই। মস্তিষ্কের ব্যায়ামের সঙ্গেই আবার এই ছবিগুলি চাক্ষুষ দৃষ্টিকোণ থেকে আপনার আপনার ব্যক্তিত্বের কোনও এক দিক তুলে ধরতে পারে, যা এতদিন হয়তো আপনারই জানা ছিল না। সারাদিনের ক্লান্তি দূর করে এর মাধ্যমে আপনি আপনার মনকে সতেজ করতে পারেন। প্রতিদিনই আমরা আপনাদের জন্য অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি নিয়ে আসি। ফের সেরকমই একটা ছবি নিয়ে এসেছি আজও।

এই ছবিতে আপনি নিশ্চয়ই একসঙ্গে অনেক মহিলাকে দেখতে পাচ্ছেন। এরা আসলে প্রত্যেকেই প্রতিবিম্ব। আপাত দৃষ্টিতে এই ছবি দেখে আপনার মনে হতে পারে, ছবিতে আলাদা কিছুই নেই। প্রত্যেক মহিলারই ছায়া আপনার এক বলে মনে হবে। আসলে কিন্তু তা নয়। এখানে এই এত মহিলার প্রতিবিম্বের মাঝেই রয়েছে এমন একটা ছবি, যা বাকিদের থেকে আলাদা।

নারীদের এই ছায়ার ছবি থেকেই একটা এক্কেবারে আলাদা। কীরকম আলাদা? প্রাথমিক ভাবে আপনার মনে হবে, এই নারীরা হয়তো প্রত্যেকেই বসে আছেন। কিন্তু এদের মধ্যেই একজন নারী এমন, যাঁর ছায়া সবথেকে আলাদা এবং তিনি আদতে দাঁড়িয়ে আছেন। আপনি যদি সেই মহিলাকে খুঁজে না পান, তাহলে নিচের ছবিটি একবার ভাল করে দেখে নিন।

Brain Teaser Solution