Viral Video: কাচের জানলায় চিতার থাবা, শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা… তারপর! দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Feb 20, 2022 | 10:00 PM

জানা গিয়েছে, ওই শিশুর নাম ওট্টো। ঘটনার সময়ে পিছনে ছিলেন ওট্টোর বাবা বেন মিলার। তিনিই ওই ভিডিয়ো তুলেছেন। দেখে নিন সেই শিউরে ওঠার মতো ভিডিয়ো।

Follow Us

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখলে শিউরে (Spine Chilling Viral Video) উঠবেন আপনি। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটা বড় ঘরের ভিতর খেলা করছে এক শিশু। যে এতটাই ছোট যে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে ঘরের মেঝেতে। এদিক-ওদিক যেতে যেতে ঘরের পাশের বিশাল কাচের জানলার কাছে চলে গিয়েছিল ওই শিশুটি। আর তারপর যা ঘটেছে তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। কাচের জানলার ওপাশে দর্শন দিয়েছে দু’টি চিতা। শিশুটিকে জানলার দিকে হামাগুড়ি দিয়ে এগোতে দেখে এগিয়ে এসেছে তারাও। তারপর থাবা তুলে ক্রমাগত আঘাত করেছে ওই কাচের সুবিশাল জানলার। ভাগ্যিস ওই জানলা বেশ শক্তপোক্ত ছিল। তাই এ যাত্রায় অঘটন এড়ানো গিয়েছে। নাহলে ওই শিশুকে মুখে করে তুলে নিয়ে যেতে বেশিক্ষণ সময় লাগত না চিতা দু’টির।

দেখুন সেই ঘটনার ভিডিয়ো

জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে সুদূর ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্যে। সেখানকার Worcestershire- এ রয়েছে একটি চিতা সাফারি লজ। জানা গিয়েছে, Bewdley এলাকায় রয়েছে ওয়েস্ট মিডল্যান্ড সাফারি পার্ক। সেখানেই রয়েছে এই চিতা সাফারি লজ। ঘরে বসেই চিতা দেখার সুযোগ পান পর্যটকরা। কিন্তু সেই চিতারাই যে রাতের অন্ধকারে এভাবে হানা দেবে, সেটা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করেননি কেউই। ভিডিয়োতে দেখা গিয়েছে যখন বাচ্চাটি হামাগুড়ি দিয়ে কাচের বিশাল জানলার দিকে এগোচ্ছিল এবং অন্যদিক থেকে দু’টি চিতাকে দেখা গিয়েছিল, তখনও বাচ্চাটির পিছনে থাকা ব্যক্তি ভিডিয়ো তুলতেই ব্যস্ত ছিলেন। বাচ্চাটিকে আটকানোর বা সরিয়ে নেওয়ার কোনও চেষ্টাই করা হয়নি। এমনটা দেখে ক্ষুব্ধ হয়েছেন নেটিজ়েনদের অনেকেই। তাঁদের মতে, এটা ঠিক যে হয়তো জানলা কখনও ভেঙে যাবে না, কিন্তু সাবধানের মার নেই। তাই চিতাদের দর্শন পাওয়ার পর বাচ্চাটিকে সরিয়ে আনাই উচিত ছিল।

ডেলি মেলের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ওই শিশুর নাম ওট্টো। ঘটনার সময়ে পিছনে ছিলেন ওট্টোর বাবা বেন মিলার। তিনিই ওই ভিডিয়ো তুলেছেন। ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর ছেলে হামাগুড়ি দিতে দিতে এমনিই কাচের জানলার কাছে গিয়েছিল। কিন্তু ছোট্ট শিশুও বুঝতে পেরেছিল যে জানলার বাইরে কিছু রয়েছে। সন্দেহ হয়েছিল বাচ্চাটির বাবারও। কিন্তু সঠিক ভাবে কিছু বোঝার আগেই অন্ধকার থেকে জানলার উপর ঝাঁপ মেরেছিল একটি চিতা। সঙ্গেই ছিল তার আর এক দোসর। জানা গিয়েছেম এই দুই চিতার নাম আসরায়েল এবং বাপ্পে। ওয়েস্ট মিডল্যান্ডস সাফারি পার্কেরই বাসিন্দা তারা। ওই লজে থাকা পর্যটকদের প্রতিদিনই দর্শন দেয় এই দুই চিতা।

আরও পড়ুন- Viral Video: ভিটে নেই, আছে আত্মসম্মান, ‘সাহায্যের মূল্য’ দিতে গিয়ে নেটাগরিকদের মনটাই কেড়ে নিলেন এই বৃদ্ধা!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখলে শিউরে (Spine Chilling Viral Video) উঠবেন আপনি। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটা বড় ঘরের ভিতর খেলা করছে এক শিশু। যে এতটাই ছোট যে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে ঘরের মেঝেতে। এদিক-ওদিক যেতে যেতে ঘরের পাশের বিশাল কাচের জানলার কাছে চলে গিয়েছিল ওই শিশুটি। আর তারপর যা ঘটেছে তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। কাচের জানলার ওপাশে দর্শন দিয়েছে দু’টি চিতা। শিশুটিকে জানলার দিকে হামাগুড়ি দিয়ে এগোতে দেখে এগিয়ে এসেছে তারাও। তারপর থাবা তুলে ক্রমাগত আঘাত করেছে ওই কাচের সুবিশাল জানলার। ভাগ্যিস ওই জানলা বেশ শক্তপোক্ত ছিল। তাই এ যাত্রায় অঘটন এড়ানো গিয়েছে। নাহলে ওই শিশুকে মুখে করে তুলে নিয়ে যেতে বেশিক্ষণ সময় লাগত না চিতা দু’টির।

দেখুন সেই ঘটনার ভিডিয়ো

জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে সুদূর ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্যে। সেখানকার Worcestershire- এ রয়েছে একটি চিতা সাফারি লজ। জানা গিয়েছে, Bewdley এলাকায় রয়েছে ওয়েস্ট মিডল্যান্ড সাফারি পার্ক। সেখানেই রয়েছে এই চিতা সাফারি লজ। ঘরে বসেই চিতা দেখার সুযোগ পান পর্যটকরা। কিন্তু সেই চিতারাই যে রাতের অন্ধকারে এভাবে হানা দেবে, সেটা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করেননি কেউই। ভিডিয়োতে দেখা গিয়েছে যখন বাচ্চাটি হামাগুড়ি দিয়ে কাচের বিশাল জানলার দিকে এগোচ্ছিল এবং অন্যদিক থেকে দু’টি চিতাকে দেখা গিয়েছিল, তখনও বাচ্চাটির পিছনে থাকা ব্যক্তি ভিডিয়ো তুলতেই ব্যস্ত ছিলেন। বাচ্চাটিকে আটকানোর বা সরিয়ে নেওয়ার কোনও চেষ্টাই করা হয়নি। এমনটা দেখে ক্ষুব্ধ হয়েছেন নেটিজ়েনদের অনেকেই। তাঁদের মতে, এটা ঠিক যে হয়তো জানলা কখনও ভেঙে যাবে না, কিন্তু সাবধানের মার নেই। তাই চিতাদের দর্শন পাওয়ার পর বাচ্চাটিকে সরিয়ে আনাই উচিত ছিল।

ডেলি মেলের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ওই শিশুর নাম ওট্টো। ঘটনার সময়ে পিছনে ছিলেন ওট্টোর বাবা বেন মিলার। তিনিই ওই ভিডিয়ো তুলেছেন। ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর ছেলে হামাগুড়ি দিতে দিতে এমনিই কাচের জানলার কাছে গিয়েছিল। কিন্তু ছোট্ট শিশুও বুঝতে পেরেছিল যে জানলার বাইরে কিছু রয়েছে। সন্দেহ হয়েছিল বাচ্চাটির বাবারও। কিন্তু সঠিক ভাবে কিছু বোঝার আগেই অন্ধকার থেকে জানলার উপর ঝাঁপ মেরেছিল একটি চিতা। সঙ্গেই ছিল তার আর এক দোসর। জানা গিয়েছেম এই দুই চিতার নাম আসরায়েল এবং বাপ্পে। ওয়েস্ট মিডল্যান্ডস সাফারি পার্কেরই বাসিন্দা তারা। ওই লজে থাকা পর্যটকদের প্রতিদিনই দর্শন দেয় এই দুই চিতা।

আরও পড়ুন- Viral Video: ভিটে নেই, আছে আত্মসম্মান, ‘সাহায্যের মূল্য’ দিতে গিয়ে নেটাগরিকদের মনটাই কেড়ে নিলেন এই বৃদ্ধা!

Next Article