দর্শক, সমালোচক দুই মহলেই সমান ভাবে প্রশংসিত হয়েছে আল্লু অর্জুনের তেলুগু ছবি পুষ্পা: দ্য রাইজ় (Pushpa: The Rise)। এই ছবি যে ব্লকবাস্টার সে বিষয়ে কোনও সন্দেহ নেই, আর তাতেই পৌঁছে গিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। ছবির ডায়লগ থেকে শুরু করে এক একটা গান – সবই যেন হিট। আর ইনস্টাগ্রাম খুললেই হয় ছবির কোনও ডায়লগ না হলে শ্রীবল্লী গানে আল্লু অর্জুনের (Allu Arjun) হুক স্টেপের রিলস আপনার নজরে আসবেই। পাল্লা দিয়ে অন্যান্য গানেও লিপ-সিঙ্ক করে চলেছেন ভক্তরা। এবার একটি বিয়েবাড়িতে বরকনে পুষ্পা ছবির ও আন্টাভা (Oo Antava) গানে পেল্লাই নাচ নাচলেন। ব্যাপক ভাইরাল হয়েছে সেই নাচের ভিডিয়ো। আপনি মিস করলেন নাকি?
এই ভাইরাল ভিডিয়ো শুরুই হচ্ছে বর ও কনের নাচ দিয়ে। কনের নাম প্রাচী মোর এবং বরের নাম রনাক শিণ্ডে। নিজেদের বরমালা অনুষ্ঠানে ও আন্টাভা গানে নেচে জমিয়ে দিয়েছেন। পাশে কেউ হাঁ হয়ে দেখছেন, কেউ তাঁদের সঙ্গেই পা মেলাচ্ছেন। মরাঠি এই দুই কাপল বিয়ের পোশাকও পড়েছেন রীতি মেনেই।
ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে কেমিস্ট্রিস্টুডিওজ় নামের একটি পেজ থেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “আমাদের কভার করা এখনও পর্যন্ত সবথেকে মজাদার নববধূ।” ভিডিয়োটি শেয়ার হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে ২.৩ মিলিয়ন ভিউ ছাপিয়ে গিয়েছে। যুগলের পারফর্ম্যান্সে হতবাক ইউজাররা কেউই কমেন্ট করতে বাদ যাননি। আর তাই ভিডিয়ো কমেন্ট সেকশন নানাবিধ কমেন্টে ভরে গিয়েছে।
এদিকে সম্প্রতি আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে শ্রীবল্লী গানে আল্লু অর্জুনের হুক স্টেপ করতে দেখা গিয়েছে একটি বাচ্চাকে। ভিডিয়ো চলতেই দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে টিভিতে শ্রীবল্লী গানটি বাজছে আর সেই ছোট্ট ছেলেটা তাতে নাচছে। আল্লু অর্জুনের স্লাইডিং হুক স্টেপ, যা ব্যাপক ভাবে জনপ্রিয় হয়েছে, কচি ছেলেটা তা কপি করার চেষ্টা করছে। ক্যামেরা অন করে বাড়িতে অনেকেই হয়তো এই নাচটি হুবহু তোলার চেষ্টা করছেন। আপনাদের কেমন হচ্ছে তা আমরা বলতে পারব না, তবে এই বাচ্চাটি কিন্তু হুবহু নামিয়ে দিয়েছে।
সেই ভিডিয়োটি এখনও পর্যন্ত ৫৫১,০০০ বার দেখা হয়েছে। রিঅ্যাক্টও করেছেন বহু মানুষ। অনেকেই বুঝতে পেরেছেন যে, এই বাচ্চাটি এতটাই কিউট যে, তাকে হ্যান্ডেল করাটা সমস্যার হতে পারে। কমেন্ট সেকশনে সে কথাও বলেছেন অনেকে। কেউ কেউ আবার ছোট্ট ছেলের জোশ দেখে হার্ট ইমোটিকনস দিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: শ্রীবল্লী গানে আল্লু অর্জুনের হুক স্টেপ কপি করার কিউট কায়দা একরত্তির, মন জিতে নিল নেটিজেনদের!
আরও পড়ুন: নাক টানা নোলকে ঢাকা কনের মুখ, ঢুকছে না ফুচকা! সরিয়ে দিয়ে কৃতিত্বের দাবি বরের
আরও পড়ুন: জিপের বনেটে নাচতে-নাচতেই বরকে আনতে গেলেন কনে, ভোপালের তরুণীর এই ‘ভাবনা’কে নেটাগরিকদের কুর্নিশ