Viral Video: নাক টানা নোলকে ঢাকা কনের মুখ, ঢুকছে না ফুচকা! সরিয়ে দিয়ে কৃতিত্বের দাবি বরের
নাক টানা নোলকে কনের মুখ ঢেকে গিয়েছে। সেই মুখে ফুচকা পর্যন্ত ঢুকছে না। আদুরে স্বরে কনে তখন অনতিদূরে বসে থাকা বরকে বলছেন, নোলকটা সরিয়ে দিতে। বর যেই সেটি সরিয়ে দিলেন, তখনই ফুচকাটা খেয়ে নিলেন কনে।
বিয়েবাড়িতে বর-কনের মিষ্টি আলাপচারিতা – এমন ভিডিয়ো কার না দেখতে ভাল লাগে! এমনই একটি ভিডিয়ো সম্প্রতি নেটাগরিকদের মন জিতে নিয়েছে। নাক টানা নোলকে (Nose Ring) কনের মুখ ঢেকে গিয়েছে। সেই মুখে ফুচকা (Golgappa) পর্যন্ত ঢুকছে না। আদুরে স্বরে কনে তখন অনতিদূরে বসে থাকা বরকে বলছেন, নোলকটা সরিয়ে দিতে। বর যেই সেটি সরিয়ে দিলেন, তখনই ফুচকাটা খেয়ে নিলেন কনে। ভিডিয়ো রেকর্ড করতে থাকা বর তারপরে কৃতিত্বেরই দাবি করে বসলেন নেটাগরিকদের কাছে। মিষ্টি এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল (Viral Video) হয়েছে।
View this post on Instagram
ইনস্টাগ্রামে অভিষেকপ্রিয়ামেকওভার্স নামক একটি পেজ থেকে এই ভিডিয়োটি প্রথম শেয়ার করা হয়েছিল। গত বছর ডিসেম্বরই এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। তবে তা ভাইরাল হয়েছে খুব সম্প্রতি। অন্য একটি ইনস্টা-পেজ থেকে তা রি-শেয়ার করার ফলেই ভাইরাল হয়। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, “গোলগাপ্পেওয়ালে কনে! তুমি খুব কিউট। এই ভিডিয়োটা খুব ভাল লেগেছে। তোমরা দুজনেই খুব সুন্দর!” আপনাদের গোলগাপ্পা পার্টনারদেরও ট্যাগ করে শেয়ার করতে বলা হয়েছে ভিডিয়োতে।
দিন কয়েক আগেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। আর তার পর থেকে এখনও পর্যন্ত ২৩,০০০-এরও বেশি লাইক পড়েছে। কমেন্টও পড়েছে প্রচুর। আর সেই সংখ্যাগুলি ক্রমেই বেড়ে চলেছে। অনেকেই এই ভিডিয়ো লাভ সাইন দিয়েছেন, ভাল-ভাল কমেন্টও করেছেন অনেকে।
একজন ইউজার লিখলেন, “কী মিষ্টি”। আর একজন আবার লিখেছেন, “খুব কিউট”! তৃতীয় একজন ইউজার কিছুটা হিংসের সুরেই লিখলেন, “উনি যদি এমনটা না করতে পারেন, তাহলে টাটা বাই!” তবে বেশির ভাগ ইউজারই লাভ ইমোটিকন দিয়েছেন এই ভিডিয়োতে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
আরও পড়ুন: Viral Video: বাজির শব্দে ভীত পথকুকুরে কান ঢাকল একরত্তি, নেটাগরিকদের মন জিতে নিল এই ভিডিয়ো!