Viral Video: বাজির শব্দে ভীত পথকুকুরে কান ঢাকল একরত্তি, নেটাগরিকদের মন জিতে নিল এই ভিডিয়ো!
চাইনিজ় নিউ ইয়ারের সেলিব্রেশনের সময়কার একটি ভিডিয়ো। এই সময়টা অন্যান্য দেশের মতো সে দেশেও ব্যাপক ভাবে বাজি ফাটিয়েই উদযাপন করেন মানুষজন। আর এমনই এক সময়ে ছোট্ট বাচ্চাটিকে দেখা গেল একটি পথকুকুরের কান হাত দিয়ে ঢেকে রাখতে। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি।
বাচ্চাদের কে না ভালবাসে! নিষ্পাপ শিশুদের খুনসুটি মনমরা মানুষেরও মন ভাল করে তুলতে পারে যে কোনও সময়। আবার সেই বাচ্চাদের অনেক সময় অনেক কিছুই করতে দেখা যায়, যা বড়দেরও ভাবিয়ে তোলে। তেমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি খুব হইচই ফেলেছে। চাইনিজ় নিউ ইয়ারের (Chinese New Year) সেলিব্রেশনের সময়কার একটি ভিডিয়ো। এই সময়টা অন্যান্য দেশের মতো সে দেশেও ব্যাপক ভাবে বাজি ফাটিয়েই উদযাপন করেন মানুষজন। আর এমনই এক সময়ে ছোট্ট বাচ্চাটিকে দেখা গেল একটি পথকুকুরের (Dog) কান হাত দিয়ে ঢেকে রাখতে। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি (Viral Video)।
Heartwarming moment during Chinese New Year celebration: The little girl covers her pet’s ears to avoid the scare of fireworks. pic.twitter.com/wYxO7YAO4C
— Tong Bingxue 仝冰雪 (@tongbingxue) February 2, 2022
১৬ সেকেন্ডের ছোট্ট এই ভিডিয়োটি ট্যুইটারে শেয়ার করেছেন টং বিংজ়ু নামের একটি ব্যক্তি। এমনই ভাইরাল হয়েছে এই ভিডিয়ো যে, এর মধ্যেই ৪ মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে। ভিডিয়োতে কুকুরটিকে দেখা যাচ্ছে বাজির শব্দে সে রীতিমতো ভীত, সন্ত্রশ্ত। আর তখনই সেই বাচ্চাটিকে দেখা যায় কুকুরের কান দুটি নিজের দিয়ে ঢেকে রাখতে।
ট্যুইটারে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তার ক্যাপশনে লেখা হচ্ছে, “চিনে নববর্ষ উদযাপনের সময় মন কেড়ে নিল ছোট্ট এই ভিডিয়োটি। বাজির শব্দে যাতে পথকুকুরটির কোনও সমস্যা নয় হয়, তা নিশ্চিত করতে তার কান ঢেকে রাখল বাচ্চা মেয়েটি।” এই ভিডিয়োটি দক্ষিণপূর্ব চিনের জিয়াংজ়ি প্রদেশে তোলা হয়েছে বলে জানিয়েছেন ওই ট্যুইটার ইউজার।
This child:
1. Noticed the dog’s discomfort. 2. Understood the reason for the discomfort. 3. Took action to try to lessen the dog’s pain.
She’s displaying so much empathy and emotional intelligence, at such a young age.
— Marelisa Fabrega (@Marelisa) February 3, 2022
God is love, and love cannot be described! If we humans were fundamentally Caring and Kind, then so many people in the world would be fine! There are two sides to life like day and night, it’s love and evil! Evil is always the opposite of love!
— Jeremy (@Jeremy98984957) February 2, 2022
I wish adults were this empathetic by choosing not to light off fireworks for every major holiday, as it effectively causes huge numbers of lost pets who run in terror at the sounds.
— Angela Jean ??? (@ZZBoomslang) February 3, 2022
ট্যুইটারে এই ভিডিয়োটি এখনো পর্যন্ত ৬১,০০০ লাইক পেয়েছে। রিট্যুইট করা হয়েছে ১০,০০০ বার। আর নানা দেশ থেকে ইউজারদের নানাবিধ মন্তব্যে কমেন্ট সেকশন তো টইটম্বুর।
একজন ইউজার লিখেছেন, “আমাদের দেখা সবথেকে পবিত্র একটা জিনিস”। আর একজন ইউজার লিখলেন, “ভালবাসাই ভগবান, আর সেই ভালবাসাকে শব্দে বর্ণনা করা যায় না! আমরা মানুষ যদি মৌলিক ভাবে যত্নশীল এবং সদয় হতাম, তাহলে পৃথিবীতে অনেক মানুষ ভাল থাকত! দিনরাতের মতো জীবনের দুটি দিক আছে, তা হলো ভালো আর মন্দ! মন্দ সবসময় প্রেমের বিপরীত।”