Viral Video: ভাইরাল হওয়ার চক্করে সাইকেল নিয়ে স্টান্ট তরুণীর, কিন্তু শেষে যা হল…

Cycle Stunt Viral Video: সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি তরুণী দিব্যি সাইকেল চালাচ্ছিলেন। কিন্তু তিনি হঠাৎই সাইকেলটি নিয়ে কেরামতি করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেলেন।

Viral Video: ভাইরাল হওয়ার চক্করে সাইকেল নিয়ে স্টান্ট তরুণীর, কিন্তু শেষে যা হল...
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 1:57 PM

Latest Viral Video: আজকাল সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন অনেক কিছু ভাইরাল হয়, যা দেখে হাসি চেপে রাখার উপায় নেই। বাইক-সাইকেলের স্টান্ট করা মোটেই সহজ কাজ নয়। অনেক সতর্কতার প্রয়োজন হয়। কখনও কখনও এমনও স্টান্টও চোখে পড়ে, যেখানে স্টান্টম্যানের শারীরিক ক্ষতিও হয়। কিন্তু যেকোনও স্টান্ট করার জন্যই সেই বিষয়ে পারদর্শী হওয়া প্রয়োজন, তা না হলেই বিপদ। তবে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে একটি তরুণী দিব্যি সাইকেল (Cycle) চালাচ্ছিলেন। কিন্তু তিনি হঠাৎই সাইকেলটি নিয়ে কেরামতি করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেলেন। শুধু তাই নয়, তিনি যেভাবে পড়লেন তা দেখেই হাসি চাপতে পারেননি নেটিজেনরা। তবে তারপর মেয়েটির কী অবস্থা হয়েছে, তা দেখা না গেলেও ঠাওর করা যায়।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাটি থেকে সামান্য উঁচু এক প্ল্যাটফর্মে একটি মেয়ে সাইকেল চালাচ্ছে এবং দূরে বসে কেউ ঘটনাটি রেকর্ড করছে। প্রথমে মেয়েটি ঠিকভাবেই সাইকেল চালাচ্ছিল, কিন্তু যখন সে সেই উঁচু জায়গাটি থেকে সাইকেলটি নিয়ে নামতে যায়, তখনই একটি বড় বিপদ ঘটিয়ে বসে। মেয়েটি খুব খারাপভাবে পড়ে যায় এবং অনেক লোক তাকে নিতে দৌড়ে আসে।

একটি ইন্সটাগ্রাম অ্য়াকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। শেয়ার করার পর থেকেই ঝরের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত 10 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “দেখেই বোঝা গেল খুব খারাপভাবে লেগেছে মেয়েটির।” আবার কেউ কমেন্টে লিখেছেন, “সাইকেলটি নিয়ে মেয়েটির এমন করার কেনও প্রয়োদনই ছিল না। আমার মনে হয় ও বুঝতেই পারেনি যে এভাবে পড়ে যাবে।”