Viral Video: বহুতলে আগুন! ঝুঁকি নিয়ে তরুণীকে উদ্ধার করলেন দুই প্রতিবেশী যুবক, দেখুন ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Feb 02, 2022 | 1:40 PM

নীচের তলার জানলা থেকে কার্নিশ বেয়ে উপরে উঠে তরুণীকে উদ্ধারের কাজটা মোটেই সহজ ছিল না। বিপদ ঘটতে পারত ওই দুই যুবকেরও। তবে সেইসবের পরোয়া না করে তরুণীকে উদ্ধারের দিকেই মন দিয়েছিলেন তাঁরা।

Viral Video: বহুতলে আগুন! ঝুঁকি নিয়ে তরুণীকে উদ্ধার করলেন দুই প্রতিবেশী যুবক, দেখুন ভাইরাল ভিডিয়ো
আগুন লেগেছিল বহুতলের দশতলায়। Photo Credit: Indiatimes.com

Follow Us

বিপদে পড়লে বেশিরভাগ মানুষই নিজের প্রাণ বাঁচানোর তাগিদে ছুটে পালান। তবে সম্প্রতি এক অন্যরকম ঘটনা দেখা গিয়েছে। নিজেদের প্রাণের ঝুঁকি নিয়েও এক তরুণীকে জ্বলন্ত বহুতলের (Burning Building) ভিতর থেকে উদ্ধার করেছেন দুই যুবক। এই ঘটনা ঘটেছে রাশিয়ায়। ওই তরুণীকে উদ্ধারের ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে রেডিট- এ (Reddit)। নেটিজ়েনদের সকলেই প্রশংসা করেছেন ওই দুই যুবকের সাহসিকতার। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বহুতলে আগুন লেগে গিয়েছে। সেখানে একটি ঘরের জানলা দিয়ে এক তরুণীকে উদ্ধার করে আনছেন দুই যুবক। নীচের তলার জানলা থেকে কার্নিশ বেয়ে উপরে উঠে তরুণীকে উদ্ধারের কাজটা মোটেই সহজ ছিল না। বিপদ ঘটতে পারত ওই দুই যুবকেরও। তবে সেইসবের পরোয়া না করে তরুণীকে উদ্ধারের দিকেই মন দিয়েছিলেন তাঁরা।

দেখে নিন ৫২ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিয়ো ক্লিপ

রেডিট-এ ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, বহুতলের যে ঘরে তরুণী ছিলেন, তার জানলা দিয়ে গলগল করে বেরোচ্ছে কাল ধোঁয়া। এই ধোঁয়ার পরিমাণ দেখেই বোঝা গিয়েছে যে বেশ ভালমতই আগুন লেগেছিল। ওই ঘরের জানলা দিয়েই প্রথমে তরুণীকে উঁকি মারতে দেখা গিয়েছিল। বোঝা যাচ্ছিল যে তিনি প্রাণে বাঁচার তাগিদে ওই আগুন লেগে যাওয়া ঘর থেকে বেরোতে চাইছেন। সেই সময়েই নীচের তলা থেকে কার্যত দেবদূতের মতোই হাজির হয়েছিলেন ওই দুই যুবক। প্রথমে দেখা গিয়েছে উপরের তলার জানলা থেকে হাত বাড়িয়ে ওই দুই যুবকের একজনকে কোনও একটা জিনিস দিয়েছেন তরুণী। তারপর নীচের তলার জানলা থেকে কোনওমতে ভর দিয়ে উপরের দিকে উঠে হাত বাড়িয়ে তরুণীকে টেনে নামানোর চেষ্টা করেছেন ওই দুই যুবক। বিপদের সময় যে প্রতিবেশীরা উদ্ধার কাজে সাহায্য করেন, তারই নমুনা ফের দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শেষ পর্যন্ত সফলও হয়েছেন তাঁরা। তরুণীকে উদ্ধার করতে পেরেছেন ওই দুই যুবক। তাঁদের মধ্যে একজনই নীচের তলার জানলা থেকে ভর দিয়ে একটু উপরে উঠে ধীরে ধীরে নামিয়ে এনেছেন তরুণীকে। সেই সময়ে সাহায্য করেছেন আর এক যুবকও। প্রথমে হাত ধরে টেনে নামানোর পর কার্যত কোলে করেই তরুণীকে উপর থেকে নামানো হয়েছে। যথেষ্ট বিপজ্জনক এবং ঝুঁকিবহুল অবস্থায় তরুণীকে উদ্ধার করেছেন দুই যুবক। নিজেদের বিপদের কথা না ভেবে বরং তরুণীকে কীভাবে জ্বলন্ত ঘর থেকে উদ্ধার করা যায় সেদিকে নজর দিয়েছেন তাঁরা। আর তাই দুই যুবকের সাহসিকতা এবং মানবিকতার নজিরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজ়েনরা। REN TV সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জানুয়ারি এই আগুন লেগেছিল রাশিয়ার রাজধানী মস্কোর Dorozhnaya স্ট্রিট এলাকায়। ওই বহুতলের দশতলায় আগুন লেগেছিল বলে জানা গিয়েছে। তবে আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছিল। তাই এ যাত্রায় বড়সড় কোনও ক্ষতি হয়নি।

আরও পড়ুন- Viral Video: অজগরের লেজ ধরে সাপকে হয়রান করলেন এক ব্যক্তি! ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

Next Article