Viral Video: অজগরের লেজ ধরে সাপকে হয়রান করলেন এক ব্যক্তি! ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
এমন গুটি কয়েক মানুষ আছেন যাঁরা গভীর জঙ্গলে অ্যাডভেঞ্চারের খোঁজে থাকেন। তাঁরা সব সময় যে কোনও ধরনের বিপদের জন্য প্রস্তুত থাকেন। তার চাইতে সবচেয়ে বড় বিষয় হল তাঁরা কোনও ভয় ছাড়াই সেই বিপদের মুখোমুখি হন।
আপনি সিনেমায় বড় অজগর সাপকে জলে ভাসতে দেখেছেন। তবে সেগুলো গ্রাফিক্স ব্যবহার করে তৈরি করা হয়। যদিও বাস্তব জীবনে এমনটা কেউ দেখেননি। যেখানেই সাপ দেখা যায়, সেখানেই ভয়ের চটে মানুষ পালিয়ে যায়। সাপকে হাত দিয়ে ধরে বাইরে ফেলে দেওয়ার সাহস খুব কম মানুষের মধ্যেই আছে। সর্পমিত্রকে ডাকা হয় সাপ ধরতে। তবে বন্য প্রাণীর যেকোনও ভিডিয়ো ইন্টারনেটে বেশ ভাইরাল হয়।
খুব কম মানুষই আছেন যাঁদের অভয়ারণ্যে বেড়াতে যাওয়া পছন্দ করেন। তার মধ্যে এমন গুটি কয়েক মানুষ আছেন যাঁরা গভীর জঙ্গলে অ্যাডভেঞ্চারের খোঁজে থাকেন। তাঁরা সব সময় যে কোনও ধরনের বিপদের জন্য প্রস্তুত থাকেন। তার চাইতে সবচেয়ে বড় বিষয় হল তাঁরা কোনও ভয় ছাড়াই সেই বিপদের মুখোমুখি হন। এমনই একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি জলে মধ্যে নৌকায় দাঁড়িয়ে পেছন থেকে একটি সাপের লেজ ধরছেন।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো,
View this post on Instagram
ভিডিয়োটি দেখে মনে হচ্ছে কোনও গভীর অভয়ারণ্যের নদী বা কোনও ম্যানগ্রোভ অরণ্যের মধ্যকার ঘটনা। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি একটি বড় সাপের লেজ ধরে টানছেন। সাপটিও জলের মধ্যে আচার-কাচার দিচ্ছে। তার পর কোনও রকমে সে পালিয়ে যায়।
বহু মানুষ এই দৈত্যাকার সাপটিকে দেখে অজগর মনে করছেন। যদিও এই বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই সাপের ভিডিয়োটি বেশ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মেমেওয়ালানিউজ নামে একটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ভিডিয়োটি শেয়ার করছেন। ভিডিয়োটি শেয়ার করতে গিয়ে মীম পেজ ক্যাপশনে লিখেছেন, ‘ক্যামেরায় বন্দী অ্যানাকোন্ডা সাপ।’ তবে আশ্চর্যের বিষয়, ওই ব্যক্তি এই বিশাল সাপের লেজ চেপে ধরে রেখেছেন।