Thapki Pyar Ki 2 Viral Scene: উল্টে যাওয়া থালার সিঁদুর কার মাথায় পড়বে? ‘থাপকি পেয়ার কি টু’ সিরিয়ালের এই ঠেলাঠেলির দৃশ্য দেখে নেটাগরিকরা হতভম্ব!
Viral Video: হিন্দি সিরিয়ালের দৃশ্য। পূজো করার থালা উল্টে গিয়েছে, যাতে সিঁদুরও ছিল। আর সেই থালা উড়তে উড়তে কার মাথায় পড়বে, তা নিয়ে চলল ঠেলাঠেলি। ভিডিয়োটা একবার দেখুন, না হলে বুঝবেন না, গল্পের গরু কত বড় গাছে উঠতে পারে।
বাংলা হোক বা হিন্দি, টেলিভিশনের ডেলিসোপ (Television Soaps) মানেই গল্পের গরু গাছে ওঠে প্রতিদিন! একপ্রকার নিয়ম করেই ওঠে। আর মাঝে মাঝে তো অতিরঞ্জনের মাত্রা তো এমনই হয়ে যায় যে, বিশ্বাস করা তো দুরস্ত, রীতিমতো হাসি পেয়ে যায় একটা দুঃখের সিন দেখেও। প্রতিটা সিরিয়ালের (Mega Serial) সেই একই গল্প। তার পরে সেটিকে আবার টেনে হিঁচড়ে বড় করার সস্তা প্রবণতা। দেশের ডেলিসোপগুলি আমাদের কিছু করুণ আখ্যান দিয়েছে, কখনও শেষ না হতে থাকা পর্বের পর পর্র, ঠাকুর মৃত্যু নেই, শাশুড়ির লাগামছাড়া বদবুদ্ধি, উদ্ভট কাহিনি এবং সেই তালিকা চলতেই থাকে। জনপ্রিয় হিন্দি সিরিয়াল পেয়ার কি থাপকি টু-এর (Thapki Pyar Ki 2) একটি দৃশ্য এই সব উদাহরণই আর একবার চোখের সামনে জ্বলজ্বল করে দেখিয়ে দিয়েছে। সেই দৃশ্য এমনই অবিশ্বাস্যকর যে, তড়িৎগতিতে ভাইরাল হয়েছে।
অবাস্তব ঘটনা দেখানো হয়েছে সেই ভিডিয়োতে, যে দৃশ্য শেষ হবে একটি চরিত্রের আপনা-আপনি সিঁদুর পরা দিয়ে। ঘটনাটা ঠিক কী? সিরিয়ালের একজন মহিলা চরিত্র পুজোর জন্য সরঞ্জাম রয়েছে, এমন একটি থালা নিয়ে যাচ্ছিলেন। গল্পের ভিলেন চরিত্রটি হাত থেকে তিনটি পেনসিল ব্যাটারি মাটিতে গড়িয়ে দেন। আর সেই মহিলা তাতে পা লেগে পড়ে যান।
advanced sindoor applying way in 2022 ? pic.twitter.com/irKTLbB8yi
— rish. (@lostboyinthesky) January 27, 2022
এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল। এবার শুরু হয় আসল কাহিনি। হাওয়ায় উড়তে থাকে সেই পূজার জন্য সরঞ্জামে ভরপুর থালাটি, যাতে একটি সিঁদুরের কৌটোও ছিল। যতক্ষণ না আর একজনের মাথায় সিঁদুর এসে পড়ছে, ততক্ষণ থালাটি উড়তেই থাকে। এবার কার মাথায় সিঁদুর পড়বে তা নিয়ে আবার দুজনের মধ্যে রীতিমত ঠেলাঠেলি শুরু হয়ে যায়।
সেই ভিলেন চরিত্রের মহিলা, নায়িকাকে ঠেলে ফেলে দেন। আবার নায়িকা উঠে এসে ভিলেনটিকে ঠেলে দেন। শেষমেশ নায়িকাই পরেন সিঁদুর। হিন্দিতে ঘটনাটিকে বলা হচ্ছে, ‘সিঁদুর বর্ষা’ বা ‘সিঁদুর বর্ষণ’। আর এই সিঁদুর বর্ষণের ভিডিয়ো দেখে নেটপাড়ায় চলছে বেজায় হাসাহাসি।
How badly Indian audiance/viewers are treated! Dark ages of drama literature!
— Moony? (@m4munz) January 28, 2022
They are Still making such shows with this Direction?
— Mudassir (@hussainmdmudas1) January 28, 2022
This is creative.? Something I’ve never seen before?
— Zainab (@funnygirlrox) January 27, 2022
একজন ইউজার লিখলেন, “২০২২ সালে সিঁদুর পরার অ্যাডভান্সড প্রক্রিয়া”। আর একজন আবার লিখলেন, “ভারতীয় দর্শকদের এই সব জঘন্য সিরিয়াল দেখিয়ে কী ভাবে ট্রিট করা হয়।” কেউ আবার বলছেন, “সত্যিই একটা ক্রিয়েটিভ দৃশ্য। এরকম সিন আমি আগে কখনও দেখিনি।” একজন একটু মজা করেই বললেন, “মানুষ কেন দেখে এই জঘন্য সিরিয়ালগুলো। লেখেই বা কারা আর কারাই বা তৈরি করে?”
আরও পড়ুন: শরীরে ৮৫টি চামচ ব্যালেন্স করে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ইরানের এই ব্যক্তি
আরও পড়ুন: ছবি তুলতে গিয়ে বরের কোলেই পড়ে গেলেন তাঁর বন্ধু, আর তার পর যা ঘটল…
আরও পড়ুন: ১৪ ফুট লম্বা, ১০ কেজি ওজনের কিং কোবরা ধরলেন খালি হাতে, দেখুন কী কাণ্ড!