Viral: কানে তীব্র যন্ত্রণা, ইনফেকশন ভেবে ডাক্তারের কাছে গেলেন তরুণী, তারপর…

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 03, 2021 | 6:21 PM

২৬ বছরের তরুণী জর্ডন। ভেবেছিলেন অতিরিক্ত ঠাণ্ডা লেগে মারাত্মক ভাবে বেড়ে গিয়েছে ইনফেকশন। আর তাই যন্ত্রণা হচ্ছে কানে। তবে কান পরিষ্কার করে ডাক্তার যা বের করেছেন, তাতে চমকে গিয়েছেন ওই তরুণী।

Viral: কানে তীব্র যন্ত্রণা, ইনফেকশন ভেবে ডাক্তারের কাছে গেলেন তরুণী, তারপর...
ছবি প্রতীকী

Follow Us

কানে ব্যথা শুরু হয়েছিল বছর ২৬- এর এক তরুণীর। তিনি ভেবেছিলেন সম্ভবত ঠাণ্ডা লেগেছে। ক্রমশ ব্যথা বাড়তে থাকায় চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু তরুণীর কান পরিষ্কার করে যা বেরিয়েছে, তা দেখে চমকে গিয়েছেন চিকিৎসক। পুরো ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় সবটা জানতে পেরে অবাক হয়ে গিয়েছেন নেটিজ়েনরাও। জানা গিয়েছে, ওই তরুণীর নাম জর্ডন। আর ২২ বছর ধরে তার কানের ভিতর আটকে ছিল একটা টিউব।

অতিরিক্ত ঠাণ্ডা লাগার ফলে গুরুতর ‘সাইনাস ইনফেকশন’ হয়ে গিয়েছে, এমনটাই ভেবেছিলেন জর্ডন। এরপর কানে যন্ত্রণা সহ্য করতে না পেরে চিকিৎসকের কাছে যান তরুণী। এরপর ওই চিকিৎসক ঠিক করেন জর্ডনের কানের ভিতরের অংশ ভাল করে পরিষ্কার করবেন (ফ্ল্যাশ করা)। সেই মতোই শুরু হয় প্রক্রিয়া। আর তার পরই চমকে যান চিকিৎসক। কান পরিষ্কারের পর দেখা যায়, জর্ডনের কানের ভিতর আটকে ছিল একটা ছোট টিউব। জানা গিয়েছে, মাত্র চার বছর বয়সে এই টিউব লাগানো হয়েছিল।

কিন্তু কেন?

জানা গিয়েছে, অনেকসময়েই বাচ্চাদের কানের ভিতরের অংশ পরিষ্কারের জন্য এ ধরনের টিউব সেট করা হয়। বাচ্চাদের একটা সাধারণ সমস্যা দেখা দেয়, যাকে বলে glue ear। এর ফলে অস্থায়ী ভাবে শ্রবণশক্তি হ্রাস পেতে পারে। আর তখন প্রয়োজন হয় সঠিক চিকিৎসার। সেই কারণেই কানের ভিতরের অংশ পরিষ্কার করার জন্য এই টিউব লাগানো হয়। কিন্তু ৬ থেকে ১২ মাসের মধ্যে তা সরিয়েও নেওয়া দরকার। তবে জর্ডনের ক্ষেত্রে যে সেটা হয়নি তা একদম স্পষ্ট। ফলে বিগত ২২ বছর ধরে তরুণীর কানের ভিতরই আটকে ছিল ওই টিউবের অংশ।

ওই টিউবের মধ্যে দীর্ঘদিন ধরে ময়লা জমেই ইনফেকশন হয়ে যাওয়ায় কানের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন জর্ডন। তবে আপাতত আর কোনও সমস্যা নেই। ওই টিউবের অংশ বের হয়ে যাওয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে ইনফেকশন। কমেছে কানের ব্যথাও। এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন জর্ডন।

আরও পড়ুন- মোটা বাঁশ দিয়ে ল্যাব্রাডরকে পিটিয়ে মারল তিন যুবক, ক্ষোভে ফুঁসছেন সেলেব থেকে সাধারণ

Next Article