Viral Video: রফি-কিশোর গাওয়ার বয়সে বয়স্ক ব্যক্তির গলায় জুবিন নওটিয়ালের ‘তুম হি আনা’, নেটদুনিয়া অবাক
Jubin Nautiyal's Tum Hi Aana By Elderly Man: ছোট্ট একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, বয়স্ক ব্যক্তিটি ট্রেনে জানলার ধারে বসে জ়ুবিন নওটিয়ালের 'তুম হি আনা' গানটি গাইছেন। আর সেই ইনস্টাগ্রাম ভিডিয়োটি আপনার মুখে হাসি ফোটাতে বাধ্য।
এই দুনিয়ায় বোধহয় দুটি জিনিস আছে, যাদের কোনও বাঁধ নেই, নেই বাধা, প্রতিবন্ধকতাও। তাই তো বিদেশিনীর মুখে রবীন্দ্র সঙ্গীত শুনলে আমরা অবাক হই না। আবার নদীয়ার ছেলে নটিংহ্যামের মেয়ের প্রেমে পড়লেও অবাক লাগে না। আজ এমনই এক বয়স্ক ব্যক্তির গল্প আপনাদের শোনাব, যাঁর সঙ্গীতপ্রেম আপনাকে অবাক করবে। ছোট্ট একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, বয়স্ক ব্যক্তিটি ট্রেনে জানলার ধারে বসে জ়ুবিন নওটিয়ালের ‘তুম হি আনা’ গানটি গাইছেন। আর সেই ইনস্টাগ্রাম ভিডিয়োটি আপনার মুখে হাসি ফোটাতে বাধ্য।
View this post on Instagram
সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন স্নেহা গঙ্গারাম ঘরাত নামের এক ইউজার। ভিডিয়োতে ওই বয়স্ক ব্যক্তিকে ট্রেনে ট্রাভেল করতে দেখা গিয়েছে। ট্রেনের জানলার ধারেই তিনি বসেছিলেন। ব্যাকগ্রাউন্ডে বাজছিল জুবিন নওটিয়ালের ‘তুম হি আনা’। আর সেই গানেই গলা মেলাতে গিয়ে পুরোটাই গেয়ে ফেললেন, যা দেখে ট্রেনে উপস্থিত অন্যান্য যাত্রীরা অবাক হয়ে যান। তাঁর অঙ্গভঙ্গিমাই পরিষ্কার করে দিয়েছে যে, মন থেকেই গানের লিরিক্স মনে করছিলেন তিনি, আঙুলে করে ড্রাম বাজাচ্ছিলেন তাঁর ব্যাগেই।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “এই ভাবেই তিনি গানটি গেয়ে গেলেন, উপভোগও করে গেলেন।”
ভিডিয়োটি ভয়ঙ্কর ভাইরাল হয়েছে। খুব অল্প সময়ের মধ্য়েই এই ভিডিয়ো দেখে ফেলেছেন প্রায় 8 লাখেরও বেশি মানুষ। অনেকেই অবাক, এই বয়সে যেখানে মানুষ মহম্মদ রফি বা কিশোর কুমারের গান গুনগুন করেন, সেখানে এই বয়স্ক ব্যক্তি গাইছেন এক্কেবারে আধুনিক প্রজন্মের জুবিন নওটিয়ালের গান! একজন তো লিখেই দিলেন, “উনি লিরিক্সটা ফিল করেছেন, সময়টা নয়।” আর একজন যোগ করেছেন, “এই দাদু আমার হৃদয়টা হরণ করে নিয়ে গেলেন।”