সার্কাসের মঞ্চে ব্যালেন্সের (Balance) খেলা দেখেছেন নিশ্চয়… এবার ব্যালেন্সের খেলা দেখিয়েছে একটি হাতি। সেই ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাতিটিকে দেখেই বোঝা গিয়েছে তার বয়স বেশি নয়। কিন্তু কাজকর্মে দারুণ নিপুণ সে। এমনিতেও বলা হয় জীবজন্তুদের দুনিয়ায় হাতিই হল সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। এবার তার প্রমাণও পাওয়া গেল। টুইটারে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে শুঁড়ে করে একটা কাঠের গুঁড়ি তুলছে বাচ্চা হাতিটি। সাধারণ গুঁড়ির থেকে এই কাঠের গুঁড়ি আকার আয়তনে একটু ছোট। অত মোটাও নয়, বেশ খানিকটা সরু। এই কাঠে গুঁড়ি তুলে নিয়ে আর একটা কাঠের গুঁড়ির উপর বসিয়েছে হাতিটি। শুনে মনে হবে এ আর এমন কী কাজ। কিন্তু ভিডিয়ো দেখলেই গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।
দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো
Basel Zoo. Switzerland:
You gotta be kidding me… pic.twitter.com/77tFEEsyzX
— Rex Chapman?? (@RexChapman) April 19, 2022
টুইটারে এই ভিডিয়ো শেয়ার করেছেন আমেরিকার প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান। মাঝে মাঝেই টুইটারে চমৎকার সব ভিডিয়ো শেয়ার করেন তিনি। এবারও তার অন্যথা হয়নি। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে একটা কাঠের গুঁড়ি মাটির উপর উল্লম্বভাবে অর্থাৎ মাটির সঙ্গে ৯০ ডিগ্রি কোণে সটান সোজা ভাবে পোঁতা ছিল। তার উপরেই আর একটি কাঠের গুঁড়িকে ব্যালেন্স করে রেখেছে ওই হাতিটি। প্রথম শুঁড়ে পেঁচিয়ে কাঠে গুঁড়িটি তুলে ওই লম্বালম্বি রাখা গুঁড়ির কাছে গিয়েছে হাতিটি। তারপর তার উপর ‘টি’ আকৃতির মতো করে রেখেছে গুঁড়িটি। শুনে অবাক হচ্ছেন তো? ভাবছেন একটা হাতি কীভাবে এ কাজ করল। তবে সত্যি সত্যিই এমনটা করিয়ে দেখিয়েছে ওই বাচ্চা হাতিটি।
এই ভিডিয়ো তোলা হয়েছে সুইৎজারল্যান্ডের একটি চিড়িয়াখানাতে। ভিডিয়োতে দেখা গিয়েছে প্রথমবারে কিন্তু সফল হয়নি হাতিটি। তবে হাল ছাড়েনি সে। বারবার চেষ্টা করে গিয়েছে। শুঁড় দিয়ে পেঁচিয়ে এবং দাঁতের সাপোর্ট দিয়ে বারবার সঠিক ভাবে ব্যালেন্স করে কাঠে গুঁড়িটি ওই লম্বালম্বি ভাবে দাঁড় করানো আর একটি কাঠে গুঁড়ির উপর বসানোর চেষ্টা করেছে হাতিটি। শেষ পর্যন্ত সফলও হয়েছে সে। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখে হাতিটির ধৈর্যের প্রশংসা তো করেইছেন। সেই সঙ্গে অনেকেই এটা বলছেন যে, ধৈর্য ধরে চেষ্টা করলেই যে সাফল্য আসে তা আরও একবার প্রমাণ করে দিল এই বাচ্চা হাতিটি। ওকে দেখে অনেক কিছু শেয়ার রয়েছে বলেও দাবি করেছেন নেটিজ়েনদের অনেকে। বুদ্ধিমান এই হাতির ভিডিয়োর এর মধ্যেই ২.৬ মিলিয়নের বেশি ভিউ হয়ে গিয়েছে। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা।
আরও পড়ুন- Viral Video: মাঝ আকাশে খুলল প্লেনের দরজা! আঁকড়ে ধরে দাঁড়িয়ে দুই যাত্রী, দেখুন ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন- Viral Video: পিছন দিকে যাচ্ছে গাড়ি, সটান পড়ল নদীতে, দেখুন ভাইরাল ভিডিয়ো