Viral Video: পিছন দিকে যাচ্ছে গাড়ি, সটান পড়ল নদীতে, দেখুন ভাইরাল ভিডিয়ো
Viral Video: এ যাত্রায় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে গাড়ি ক্রমশ পিছনের দিকে গেলেও কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি। কিন্তু নদীতে গিয়ে পড়েছে গাড়িটি।
গাড়ি সামনে এগোতে তো দেখেছেন। কিন্তু পিছোতে দেখেছেন কখনও? সম্প্রতি এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে এমন দৃশ্যই দেখা গিয়েছে। জানা গিয়েছে, চালক গাড়ির হ্যান্ডব্রেক দিতে ভুলে গিয়েছিলেন। আর তার জন্য পার্কিং লট থেকে ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে গাড়ি পিছন থেকে গড়াতে গড়াতে সটান পড়ে গিয়েছে রাস্তার পাশের নদীতে। এই দুর্ঘটনা ঘটেছে ইউরোপের লাটভিয়ার রিগাতে। গত ১৪ এপ্রিল এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, দুই ব্যক্তি পার্কিং লটে গাড়ি দাঁড় করিয়ে গিয়েছিলেন। তার একটু পরেই পিছন দিকে চলতে শুরু করেছিল গাড়িটি। চালক হ্যান্ডব্রেক দিতে ভুলে যাওয়ার জেরেই এই কাণ্ড ঘটেছে। ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে ছুটছিল একের পর এক গাড়ি। আর তার মাঝখান দিয়েই পিছনে যাচ্ছিল গাড়িটি। পিছোতে পিছোতে গাড়িটি এতটাই পিছনে চলে গিয়েছিল যে সরাসরি পড়ে গিয়েছে নদীতে। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর হাসির রোল উঠেছে নেটিজ়েনদের মধ্যে। ইউটিউবে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
পিছন দিকে যাচ্ছে গাড়ি, সটান পড়ল নদীতে, দেখুন ভাইরাল ভিডিয়ো
তবে ভাগ্য সহায় থাকায় এ যাত্রায় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে গাড়ি ক্রমশ পিছনের দিকে গেলেও কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি। কিন্তু নদীতে গিয়ে পড়েছে গাড়িটি। প্রথমে দেখা গিয়েছে নদীতে ভাসছে গাড়িটি। তারপর দেখা গিয়েছে আস্তে আস্তে গাড়িতে জল ঢুকতে শুরু করেছে এবং নদীর স্রোতের টানে অন্যদিকে ভেসে চলে যাচ্ছে এই গাড়িটি। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। কিন্তু এবার এমন দৃশ্য দেখে চমকে গিয়েছেন সকলে। প্রথমে হাসাহাসি করলেও নেটিজ়েনদের অনেকেই বলছেন, সত্যিই বড় দুর্ঘটনা ঘটতে পারত। ভাগ্যক্রমে কিছু হয়নি। গাড়িটি একদম স্বাভাবিক ভাবেই পিছন দিকে যেতে যেতে নদীতে পড়ে গিয়েছে। কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি।
আরও পড়ুন- Viral Video: নেকড়ের পায়ে ফাঁস, সাহস জুগিয়ে উদ্ধার করলেন যুবক, প্রশংসায় পঞ্চমুখ নেটিজ়েনরা
আরও পড়ুন- Viral Video: ‘তুমি ছাড়া আমি’, হিরো আলমের সঙ্গে জুটি বেঁধে গান রানু মণ্ডলের
আরও পড়ুন- Viral Video: চলন্ত গাড়ির উপর বজ্রপাত! ভিডিয়ো করে ব্যক্তির মন্তব্য, “এই মুহূর্ত জীবনে একবারই আসে”