Viral Video: প্রয়াত বাবার ছবিতে কুকুরের ফিল্টার দিয়ে সেলফি, নেটপাড়ায় মেয়েকে তীব্র কটাক্ষ
Viral Video Today: কেউ কেউ আবার সহানুভূতিশীল অবস্থানও নিয়েছেন। একজন বলছেন, 'মেয়ে যে ভাবে তার বাবাকে স্মরণ করতে চায়, আনন্দ করতে চায়, সে ভাবেই করেছে।' আর একজন যোগ করলেন, 'বাবার চলে যাওয়া যে কত বড় ক্ষতি, তা মোকাবিলা করার এটাই হয়তো সবথেকে ভাল পথ।' তৃতীয় জনের বক্তব্য, "আমি এতে কিছু খারাপ মনে করি না। সে হয়তো বাবাকে মিস করছিল।" "এই ভিডিয়ো একই সঙ্গে মজার এবং খুবই দুঃখের।"
আজকাল ফিল্টার ব্যবহার করে ছবি বা ভিডিয়ো তোলার প্রবণতা ব্যাপক বেড়েছে। বিশেষ করে ইনস্টাগ্রামে এই ধরনের ফিল্টারের ব্যবহারের ধুম দেখা যায় সবথেকে বেশি। হরেক কিসিমের ফিল্টার রয়েছে। সেই ফিল্টার ব্যবহার করতে গিয়েই একটি মেয়েকে ভারী বিড়ম্বনায় পড়তে হল। ছোট্ট মেয়েটির ভিডিয়ো X প্ল্যাটফর্মে বিতর্কের জন্ম দিয়েছে। কুকুরের ফিল্টার প্রয়োগ করে বাচ্চাটি তার মৃত বাবার ফটো ফ্রেমের সঙ্গে সেলফি তুলেছে। তার একটি ভিডিয়োও রেকর্ড করেছে। আর তা নিয়েই নেটপাড়ায় ফের নীতিপুলিশি। ছোট্ট মেয়েটিকে কেউ কেউ বেয়াদপ পর্যন্ত বলেছেন।
X প্ল্যাটফর্মে এই ভিডিয়ো যেন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তাতে লোকজন যা প্রতিক্রিয়া জানিয়েছেন, তা আর বলার কথা নয়। কিছু মানুষ এই ভিডিয়োতে নতুন প্রজন্মের মজা হিসেবে চিহ্নিত করেছেন, কেউ আবার বলেছেন, কুকুরের ফিল্টার দিয়ে বাবাকে অসম্মান করা ছাড়া আর কিছু নয়।
Ye gendu generation hai pic.twitter.com/14brkcr5Te
— Kisslay Jha🇮🇳 (@KisslayJha) December 2, 2023
তবে কেউ কেউ আবার সহানুভূতিশীল অবস্থানও নিয়েছেন। একজন বলছেন, ‘মেয়ে যে ভাবে তার বাবাকে স্মরণ করতে চায়, আনন্দ করতে চায়, সে ভাবেই করেছে।’ আর একজন যোগ করলেন, ‘বাবার চলে যাওয়া যে কত বড় ক্ষতি, তা মোকাবিলা করার এটাই হয়তো সবথেকে ভাল পথ।’ তৃতীয় জনের বক্তব্য, “আমি এতে কিছু খারাপ মনে করি না। সে হয়তো বাবাকে মিস করছিল।” “এই ভিডিয়ো একই সঙ্গে মজার এবং খুবই দুঃখের।”
গত 2 ডিসেম্বর ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল X প্ল্যাটফর্মে। প্রতিবেদনটি লেখার সময় ভিডিয়োর ভিউ 730.9K। সব মিলিয়ে বাবার ফটো ফ্রেমে কুকুরের ফিল্টার প্রয়োগ করে মেয়ের সেলফি তোলার ভিডিয়ো নিয়ে নেটদুনিয়া সরগরম।