Groom Breastfed By Mother: বিয়ের দিন বাথরুমে মাতৃদুগ্ধ পান করছিল বর, কনে দেখে ফেলতেই হুলস্থূল কাণ্ড

Viral News Today: একবার ভেবে দেখুন তো, বিয়ের দিন যদি কোনও কনে দেখে যে তাঁর হবু বর মায়ের বুকের দুধ খাচ্ছে, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয় তাঁর। এক ফোঁটাও হেঁয়ালি করছি না। সত্যিই এই কাণ্ডটা ঘটেছে সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে।

Groom Breastfed By Mother: বিয়ের দিন বাথরুমে মাতৃদুগ্ধ পান করছিল বর, কনে দেখে ফেলতেই হুলস্থূল কাণ্ড
কনে কি শেষ পর্যন্ত বিয়ে করেছিলেন?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2023 | 6:26 PM

Latest Viral News: মানুষের জীবনে বিয়ে (Wedding) হল সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিন। তাই সেই বিশেষ দিকটাকে চিরস্মরণীয় করে রাখতে, বিয়ে যতটা সম্ভব জাঁকজমকপূর্ণ হয়, ততটাই করার চেষ্টা করেন যে কেউ। আয়োজনের যাতে কোনও খামতি না থাকে, তার জন্য কিছু ছকভাঙা চিন্তাভাবনাও করা হয় বিয়েতে। কিন্তু একবার ভেবে দেখুন তো, বিয়ের দিন যদি কোনও কনে দেখে যে তাঁর হবু বর মায়ের বুকের দুধ খাচ্ছে, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয় তাঁর। এক ফোঁটাও হেঁয়ালি করছি না। সত্যিই এই কাণ্ডটা ঘটেছে সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে। সেখানে বিয়ের দিনই নববধূ দেখেন, তাঁর স্বামী মায়ের (Mother) স্তন্যদুগ্ধ (Breastfeed) পান করছেন।

‘দ্য আনফিল্টার্ড ব্রাইড’ নামক একটি পডকাস্ট অনুষ্ঠানের সঞ্চালনা করেন বেথ স্মিথ নামের এক সেলিব্রিটি। সেখানেই অতিথি হিসেবে এসেছিলেন ব্রিটিশ ওয়েডিং প্ল্যানার জর্জি মিচেল। সেই পডকাস্ট অনুষ্ঠানেই জর্জি এক নববধূর ভয়ঙ্কর মুহূর্ত চাক্ষুষ করার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। জর্জি বলেছিলেন, বিয়ের কিছুক্ষণ আগেই কনে লক্ষ্য করেন যে, তাঁর হবু স্বামী মায়ের স্তন্যদুগ্ধ পান করছেন! যদিও জর্জি নিজে এই পরিস্থিতির সম্মুখীন হননি। তাঁর মেক-আপ আর্টিস্ট এই ঘটনা তাঁকে জানিয়েছিলেন। যদিও জর্জি সেই মেক-আপ আর্টিস্টের নাম জানাননি। মেক-আপ আর্টিস্টের নাম জেনি হিসেবে পরিবর্তিত করে সমগ্র ঘটনাটি বর্ণনা করেন জর্জি।

জর্জি মিচেল বলেন, “আমি এমন একটা বিয়েবাড়িতে মেক-আপ করাতে গিয়েছিলাম, সেখানে যা ঘটেছিল, তুমি শুনলে বিশ্বাস করবে না।” তারপরই ঘটনার বিবরণ দিতে গিয়ে জর্জি বলেন, “কনের মেক-আর তখন সম্পূর্ণ হয়েছে। আইলেতে তিনি হাঁটবেন বলে সব তৈরি। কিছুক্ষণ আগে ওয়াশরুমে যান। নববধূর কোনও ধারণা ছিল না যে, ওয়াশরুমে গিয়ে জীবনের সবথেকে স্পেশ্যাল দিনে সবথেকে বড় দুঃস্বপ্নের সাক্ষী হতে চলেছেন।”

সরাসরি গল্পে যাওয়ার পরিবর্তে জর্জি একটু সাসপেন্স তৈরি করার চেষ্টা করেন। সঞ্চালককে অনুমান করতে বলেন যে, নববধূ ওয়াশরুমে গিয়ে কী চাক্ষুষ করেন? সঞ্চালক স্মিথ অনেক কিছু গেস করেন- বর ড্রাগ নিচ্ছিল, হস্তমৈথুন করছিল, অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল, এরকম অনেক কিছুই বলেন তিনি। কিন্তু এগুলির কোনওটাই যে ঠিক ছিল না, সে কথা বলেন জর্জি। আর তারপরই ওই ওয়েডিং প্ল্যানার বলে ওঠেন, সে দিন সেই সময় হবু বর তাঁর মাতৃদুগ্ধ পান করছিলেন এবং যা দেখে ফেলেন খোদ কনে।

স্মিথ কিছুতেই তা বিশ্বাস করতে চাননি। তাই তিনি বলে ওঠেন, “সরি!, কী বললে?” হ্যাঁ, ঘটনাটা প্রথমে শোনার পর এমনই প্রতিক্রিয়া হয়েছিল সঞ্চালকের। সেই কারণেই তিনি বিষয়টি আর একবার যাচাই করে নিচ্ছিলেন যে, ঠিক শুনলেন কি না।

টিকটকে এই অনুষ্ঠানের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানেই নজরে এসেছে স্মিথের হতভম্ব মুখ। যদিও একজন প্রাপ্তবয়স্ক কী কারণে তাঁর মায়ের স্তন্যদুগ্ধ পান করছিলেন, সে বিষয়টা জানা যায়নি। এমনকী, জর্জি মিচেলে এবং তাঁর মেক-আপ আর্টিস্টরও তা জানা নেই। তবে মনে করা হচ্ছে, ওই মা তাঁর ছেলেকে স্তন্যদুগ্ধ পান করানো কোনও দিন বন্ধ করেননি। বাচ্চাকে জন্ম দেওয়ার পরের মুহূর্ত থেকে বিয়ের দিন পর্যন্ত বুকের দুধ খাইয়ে গিয়েছেন ওই মা।

এরপর আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। যে প্রশ্নটা এতক্ষণ সকলের মনে ঘোরাফেরা করছিল, তার উত্তরটা এখন পেয়ে যাবেন। এই ঘটনা প্রত্যক্ষ করার পরেও কি কনে তাঁর হবুবরকে বিয়ে করেছিলেন? হ্যাঁ, জর্জি মিচেল জানিয়েছেন, কনে তাঁর হবুবরের সঙ্গে আইলে হেঁটেছিলেন এবং দুজনে বিয়েও করেছিলেন।