AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: বুলেটের তেল ট্যাঙ্কে প্রেমিকা, চালকের আসনে প্রেমিক, হোলির দিন খুল্লমখুল্লা রোম্যান্সের ভিডিয়ো ভাইরাল

Holi Viral Video: দিনদুপুরে রাস্তায় বাইক চালাচ্ছেন এক ব্যক্তি। আর সেই বাইকেরই সামনে ফুয়েল ট্যাঙ্কে বসে রয়েছেন তাঁর প্রেমিকা। হোলির দিনের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।

Viral Video: বুলেটের তেল ট্যাঙ্কে প্রেমিকা, চালকের আসনে প্রেমিক, হোলির দিন খুল্লমখুল্লা রোম্যান্সের ভিডিয়ো ভাইরাল
ওই বাইক চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।
| Edited By: | Updated on: Mar 08, 2023 | 12:29 PM
Share

Latest Viral Video: হোলি মানে যেন আলাদা একটা উন্মাদনা। বছরের এই একটা দিনে রঙের প্রতি কেউ অনীহা দেখান না। যে যেভাবে পারেন, যেখানে পারেন, সেখানেই নিজের মতো করে রং খেলেন। আর এই বাংলায় দোলযাত্রার মজাও কিছু কম নয়। সারা দেশ যখন হোলিতে উন্মত্ত থাকে, বাংলা তখনই দোলের আনন্দে সামিল হয়। তবে এই হোলি বা দোলে অনেকে আবার অশ্লীল ভাবে কিছু কাজ করে থাকেন। নোংরা ভাবে অপরকে রং মাখানো, আকণ্ঠ মদ্যপান করে রাস্তায় বেপরোয়া বাইক চালানো এবং সর্বোপরি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার। হোলির আনন্দে কিছু মানুষ এতটাই উন্মত্ত থাকেন যে, বাকিদের দুঃখের কারণ হয়ে দাঁড়ান। এবার হোলিতেই দেশের কোনও এক প্রান্তে এক যুগলের খুল্লমখুল্লা ভালবাসা অন্যদের চোখে ভাল ঠেকল না। কেন, কী এমন হল?

গতকালই ঘটনাটি ঘটেছে। আর তার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার আনাচ-কানাচে ছড়িয়ে পড়তে এক ফোঁটাও সময় লাগেনি। ভিডিয়োতে দেখা গিয়েছে, দিনদুপুরে রাস্তায় বাইক চালাচ্ছেন এক ব্যক্তি। আর সেই বাইকেরই সামনে ফুয়েল ট্যাঙ্কে বসে রয়েছেন তাঁর প্রেমিকা। তিনি বয়ফ্রেন্ডকে এক্কেবারে জড়িয়ে ধরে বাইকে বসে আছেন। জানা গিয়েছে, এই ঘটনাটি জয়পুরে ঘটেছে। ওই বুলেটের পিছনেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। তিনিই এই ভিডিয়ো রেকর্ড করেছেন।

টুইটারে @NaredaAbhishek নামক একটি প্রোফাইল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ওই টুইটার ব্যবহারকারী ভিডিয়োটি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, “জয়পুরের রাস্তায় প্রেমিক দম্পতি কী জঘন্যভাবে রোম্যান্স করছেন একবার দেখুন। পুলিশের উচিত এই ধরনের মানুষজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।” জানা গিয়েছে, ঘটনাটি জয়পুরের জওহর সার্কেল স্কোয়্যারের।

একটি ফোর হুইলার থেকে রেকর্ড করা হয়েছে ভিডিয়োটি। চারমাথার মোড় ক্রস করছিল বুলেটটি। রং মেখে বেশ উন্মত্ত অবস্থাতেই দেখা গিয়েছে এই যুগলকে। তাঁদের পিছনে আরও একটি গাড়ি ছিল, প্রেমিক-প্রেমিকাকে ওইরকম একটা অবস্থানে দেখে বুলেটটি ক্রস করার পরই সেই গাড়িটি থেকে জোরে চিৎকার করেন মানুষজন। তবে সবথেকে ভয়ঙ্কর দিকটি হল, ওই যুগলের কারও মাথায় হেলমেট ছিল না।

বাইকের নম্বর প্লেটও কনফার্ম করে দিয়েছে যে, বাইকটি রাজস্থানের। এই ভিডিয়ো এখন পুলিশের কাছেও পৌঁছে গিয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্ত বুলেট চালক পলাতক, তাকেই খোঁজার চেষ্টা চলছে বলে বলে আরও যোগ করেছেন এক পুলিশকর্মী।

তবে এই ধরনের ভিডিয়ো প্রথম নয়। এর আগেও এরকম একাধিক বার দেখা দিন বা রাতের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে বাইকেই রোম্যান্স করতে দেখা গিয়েছে প্রেমিক-প্রেমিকাকে।