AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gigantic Cash Garland: বরের গলায় ইয়াব্বড় টাকার মালা, শরীর ঢেকে স্পর্শ করছে মেঝে, দেখুন ভিডিয়ো

Groom's Huge Cash Garland: ভিডিয়োতে দেখা গিয়েছে, বরের গলায় পেল্লাই টাকার মালা। সে মালা এমনই বড় যে, তার সারা শরীর ঢেকে যাওয়ার পরেও মেঝের একটা বড় অংশ জুড়ে রয়েছে।

Gigantic Cash Garland: বরের গলায় ইয়াব্বড় টাকার মালা, শরীর ঢেকে স্পর্শ করছে মেঝে, দেখুন ভিডিয়ো
এই পেল্লাই টাকার মালা আগে কখনও দেখেছেন?
| Edited By: | Updated on: Oct 23, 2022 | 11:29 PM
Share

Viral Video Today: উৎসবের মরসুম প্রায় শেষ হতে চলল। কিন্তু বাঙালির উৎসবের শেষ নেই। দীপাবলির পরেই আবার বিয়ের মরসুম এসে হাজির হবে। ভারতীয় পরিবারগুলির বিবাহঅনুষ্ঠান বিশ্ববাসীর নজর কাড়ে। সেরকমই একটা ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, বরের গলায় পেল্লাই টাকার মালা। সে মালা এমনই বড় যে, তার সারা শরীর ঢেকে যাওয়ার পরেও মেঝের একটা বড় অংশ জুড়ে রয়েছে।

ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে আলিয়া ফটো ওয়ার্কস নামক একটি পেজ থেকে। সেখানে দেখা গিয়েছে, বর দাঁড়িয়ে রয়েছেন তাঁর বন্ধুবান্ধবের সঙ্গে। আর ওই বরের গলাতেই রয়েছে বিশালাকার একটি টাকার মালা, যা মেঝে স্পর্শ করেছে। বর নিজে সেই মালা ধরে রাখতে পারছেন না। তাই টাকার মালাটি ধরে রয়েছেন বরের বন্ধুবান্ধবরা।

ভিডিয়োটি খুব অল্প সময়ের মধ্যেই সাড়ে তিন লক্ষের কাছাকাছি ভিউ পেয়েছে। লক্ষাধিক মানুষ মন্তব্যও করেছেন এই ভিডিয়োতে।

ভিডিয়োতে কেউ লিখছেন, মালাটি কতটা অতুলনীয় ছিল। কেউ আবার বলেছেন, পরিবার কতটা বড়লোক তা দেখানো হয়েছে এই টাকার মালার মধ্যে দিয়ে। কেউ যোগ করেছেন, একমাত্র ভারতেই এমন আড়ম্বরপূর্ণ বিয়ে সম্ভব।