Watch: বরফাবৃত পাহাড়ে ‘কালা চশমা’ গানে নাচ জওয়ানদের, ভিডিয়ো দেখে অনুপ্রাণিত খোদ সিদ্ধার্থ মালহোত্রা
Army Jawans Dance To Kala Chasma: মজাদার বিষয়টি হল, ওই জওয়ানদের কালা চশমা গানে রীতিমতো কোরিওগ্রাফি করে নাচতে দেখা গিয়েছে। তাঁদের সেই অনবদ্য ডান্স স্টেপ অনেকেরই নজর ঘুরিয়েছে, যে কারণে ভিডিয়োটি এত ভাইরাল হয়েছে।
Latest Viral Video: ভারতীয় সেনাবাহিনীর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বরফের চাদরে মোড়া পাহাড়ে ‘কালা চশমা’ গানে নাচছেন কয়েকজন ভারতীয় জওয়ান। এই গানটি সিদ্ধার্থ মালহোত্রার ‘বার বার দেখো’ ছবির গান।
সদ্য ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, ‘কালা চশমা’ গানে খুব আনন্দের সঙ্গে নাচছেন কয়েকজন জওয়ান। বরফাবৃত পাহাড়ে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই নাচছেন তাঁরা।
High Voltage Kala Chashma Performance by Real Heroes at Above 13000 Ft….. Keeping their moral high in the toughest of terrains Loved it to the core….?@adgpi @Tiny_Dhillon @MajGenSanjaySoi @realpcube @directdilsehai @ChinarcorpsIA @manishindiatv @PiushSharma28 pic.twitter.com/X9NU8Opr4B
— ????Fiona???? (@fromfarfarawayy) November 11, 2022
মজাদার বিষয়টি হল, ওই জওয়ানদের কালা চশমা গানে রীতিমতো কোরিওগ্রাফি করে নাচতে দেখা গিয়েছে। তাঁদের সেই অনবদ্য ডান্স স্টেপ অনেকেরই নজর ঘুরিয়েছে, যে কারণে ভিডিয়োটি এত ভাইরাল হয়েছে।
ইন্টারনেটে ঝড় তুলেছে এই ভিডিয়ো। জানা গিয়েছে, ভিডিয়োটি কাশ্মীরের। যে আর্মি অফিসারদের এই ভিডিয়োতে নাচতে দেখা গিয়েছে, তারা চিনার কর্পসের মছিল সেক্টরে কর্মরত।
নেটিজেনদের অনেকেই এই ভিডিয়ো খুব পছন্দ করেছেন। তবে সিনেমায় এই গানটিতে যাঁকে দেখা গিয়েছিল, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও এই ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন।
ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখছেন, “লাইন অফ ডেঞ্জারে কালা চশমা গানে নাচলেন, জওয়ানদের প্রতি অনেক ভালবাসা এবং শ্রদ্ধা। জয় হিন্দ।”
নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখে নানাবিধ মন্তব্য করেছেন। তাঁদের মধ্যে একজন লিখেছেন, “আমাদের রিয়্যাল হিরোরা কখনও আমাদের নিরাশ করেন না।” আর একজন যোগ করেছেন, “আমার দিনটা ভাল হয়ে গেল এই ভিডিয়ো দেখে।”
এদিকে জওয়ানদের আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল কয়েক দিন আগেই। কাশ্মীরের কুপওয়ারা জেলায় কর্মরত ওই জওয়ানদের ‘খুকুরি’ নাচতে দেখা গিয়েছিল। মোট নয়জন জওয়ান নেচেছিলেন সেখানে। জম্মু ও কাশ্মীরের তাংধার সেক্টরের বরফাবৃত পাহাড়েই নাচছিলেন জওয়ানরা। আর ভিডিয়োর ব্যাকড্রপে দেখা গিয়েছিল ভারতের জাতীয় পতাকা।