Viral Video: অনাথ হাতিশাবকের প্রাণ বাঁচাতে কী করলেন বনকর্মীরা!দেখুন সেই মন ভাল করা ভাইরাল ভিডিয়োটি…

পরিবার হারিয়ে এই শিশুটি দিশাহীনভাবে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে দেখেন বনকর্মীরা। শিশুটিকে নিজেদের কাছে টেনে নেওয়ার জন্য প্রথমেই খিদে মেটানোর জন্য দুধ-ভরতি প্লাস্টিকের বোতল ধরিয়ে দেওয়া হয়।

Viral Video: অনাথ হাতিশাবকের প্রাণ বাঁচাতে কী করলেন বনকর্মীরা!দেখুন সেই মন ভাল করা ভাইরাল ভিডিয়োটি...
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া ছবি

| Edited By: দীপ্তা দাস

Aug 29, 2021 | 7:47 AM

ন্যাশানাল জিওগ্রাফি বা ডিসকভারি চ্যানেলগুলিতে হাতির শাবক বা গণ্ডারের শাবককে দুধ খাওয়ানোর ভিডিয়ো বহুবার চোখে পড়েছে। বেশিরভাগই চিড়িয়াখানা বা সংরক্ষিত এলাকায় এই ঘটনা ঘটে থাকে। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ২৩ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপটিতে দেখা গিয়েছে, জঙ্গলের কয়েকজন রক্ষক এক হাতিশাবকের মুখে দুধের বোতল ধরে রয়েছেন। একজন নয়, আরও কয়েকজন কিপার ওই হাতির ছানাকে আগলে রেখেছেন। একটি হাতির পিছু আরও দুটি হাতির শাবক হাজির।  হৃদয় ছুঁয়ে যাওয়া এমন ভিডিয়ো ভাইরাল তো হওয়ারই কথা।

ভালো জিনিসের কদর করতে জানে মানুষ। শেলড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে এই সুন্দর মুহূর্তের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। টুইটারে ইতোমধ্যেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে। ছোট্ট ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সংরক্ষিত এলাকার রক্ষকরা শিশুহাতিকে একটি প্লাস্টিকের বোতলের সাহায্য দুধ খাইয়ে দিচ্ছেন। পরিবার হারিয়ে এই শিশুটি দিশাহীনভাবে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে দেখেন বনকর্মীরা। শিশুটিকে নিজেদের কাছে টেনে নেওয়ার জন্য প্রথমেই খিদে মেটানোর জন্য দুধ-ভরতি প্লাস্টিকের বোতল ধরিয়ে দেওয়া হয়।

টুইটারে ভিডিয়ো পোস্টের ক্যাপশনে শেলড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্ট লিখেছে, হ্যান্ড-ফিডিং স্পেশালিস্ট ফর্মুলা দুধ অনাথ হাতিদের বেঁচে থাকতে সাহায্য় করে। পরিবার হারিয়ে বা মা হারানোর পর তাদের টিকিয়ে রাখতে এই পদ্ধতি অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ।

ভাইরাল হয়ে যাওয়া মিষ্টি ভিডিয়োটি দেখুন এখানে…

 

মন ছুঁয়ে যাওয়া ভিডিয়োটি ইতোমধ্যেই ৪ হাজারেরও বেশি ভিউ হয়েছে। লাইক ও কমেন্টের ঝড় বয়ে গিয়েছে এই মন ভালো করা ভিডিয়োটিতে। এছাড়া হাতির শাবককে যত্ন নেওয়ার জন্য ওই বনকর্মীদের সাধুবাদ জানাতে ভোলেননি নেটিজ়েনরা।

আরও পড়ুন: Viral video: সবুজ বাহারি পাতা সদৃশ পোকা নিয়ে নেটপাড়ায় হৈচৈ! দেখুন সেই ভাইরাল ভিডিয়ো