Viral video: সবুজ বাহারি পাতা সদৃশ পোকা নিয়ে নেটপাড়ায় হৈচৈ! দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

পাতার সদৃশ পোকার দেহের গঠন, আকৃতি ও পোকার পায়ের প্রকৃতি, হুবহু পাতার মতো। ত্বকের রঙ সবুজ, বাদামী রঙের দাগ রয়েছে। পেটের মধ্যিখানে আবার খয়েরি রঙের দুটি বিন্দু রয়েছে।

Viral video: সবুজ বাহারি পাতা সদৃশ পোকা নিয়ে নেটপাড়ায় হৈচৈ! দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
ছবিটি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2021 | 10:07 AM

রাস্তায় বা বাড়ির উঠোনে পাতা পড়ে থাকলে সব পাতাই যে পাতা, তা কিন্তু নয়। সবুজ বা শুকনো পাতার মতো হুবহু দেখতে পোকাও হতে পারে! Phyllium Giganteum নামে এই ধরনের বিচিত্র সুন্দর পোকার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিয়োটি দেখলে বোঝার উপায় নেই, কোনটি আসল পাতা, আর কোনটি পোকা।

ভিডিয়োটি ইন্সটাগ্রাম সায়েন্স গালফ অ্যাকাউন্টে থেকে শেয়ার করা হয়েছিল। সেই ভিডিয়োটি এই মুহূর্তে ১ মিলিয়নেরও বেশি ভিউ পার করে ফেলেছে। পাতার সদৃশ পোকার দেহের গঠন, আকৃতি ও পোকার পায়ের প্রকৃতি, হুবহু পাতার মতো। ত্বকের রঙ সবুজ, বাদামী রঙের দাগ রয়েছে। পেটের মধ্যিখানে আবার খয়েরি রঙের দুটি বিন্দু রয়েছে। এমন প্রজাতির পোকামাকড়ের দীর্ঘ প্রায় ১০ সেন্টিমিটার হয়ে থাকে। ভিডিয়োটিতে যেটি দেখা গিয়েছে, সেটি আসলে একটি মহিলা পোকা। পোকার এমন গঠন ও আকৃতি দেখে হতবাক নেটিজেনরা। ভিডিয়োর কমেন্ট বক্সে স্বাভাবিকভাবেই মন্তব্যের ঝড় উঠেছে।

View this post on Instagram

A post shared by Science by Guff ? (@science)

আরও পড়ুন: Viral Video: হাঁসের পরিবারকে রাস্তা পার করতে এই সহৃদয় ব্যক্তি এ কী করলেন! ভাইরাল ভিডিয়োটি দেখলেই বুঝবেন…