Viral Video: এবার ‘কাঁচা বাদাম’ গানে নাচলেন তানজানিয়ার বিখ্যাত ইনস্টাগ্রামার ভাই-বোন কিলি আর নীমা, দেখুন ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Feb 17, 2022 | 11:33 PM

এই নাচে কিলির থেকেই অনেক বেশি প্রশংসা হয়েছে নীমার নাচের। নেটিজ়েনরা যে এই ভাই-বোনের নাচ দারুণভাবে উপভোগ করেছেন সেটা ভিডিয়োর ভিউ, লাইক, কমেন্ট দেখেই স্পষ্ট বোঝা গিয়েছে।

Viral Video: এবার কাঁচা বাদাম গানে নাচলেন তানজানিয়ার বিখ্যাত ইনস্টাগ্রামার ভাই-বোন কিলি আর নীমা, দেখুন ভাইরাল ভিডিয়ো
কিলি পল ও তাঁর বোন নীমা পল। Photo Credit: The Quint

Follow Us

বলিউডের হিন্দি ছবির সংলাপে লিপসিং করে ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হয়েছেন তানজানিয়ার ইনস্টাগ্রামার কিলি পল। ভিডিয়োতে মাঝে মাঝেই তাঁর সঙ্গে দেখা যায় নীমা পল, কিলির বোনকে। তবে এবার তানজানিয়ার এই দুই ইনস্টাগ্রামার ভাই-বোন যা করেছেন, তা দেখে চমকে গিয়েছেন সকলে। সোশ্যাল মিডিয়া আসলে এক আজব দুনিয়া। এখানে কখন যে কোন জিনিস ট্রেন্ডিং বা ভাইরাল হয়ে যাবে, তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায় না। সম্প্রতি তেমনই এক নমুনা ‘কাঁচা বাদাম’ গান। বাংলার এক বাদাম বিক্রেতা নিজের ক্রেতাদের আকৃষ্ট করতে সুর করে গান গেয়ে বাদাম বিক্রি করতেন। সেটারই রিমিক্স ভার্সান তৈরি হয়েছে আর হেন কোনও সোশ্যাল মিডিয়ার মাধ্যম নেই যেখানেই এই গান ট্রেন্ডিং হয়নি। তারকা, আমজনতা, বিদেশিরাও এই গানের সঙ্গে নেচে ইনস্টাগ্রাম রিলস বানিয়ে ফেলেছেন। এবার সেই ব্যাপক ভাবে ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গানেই নাচ করেছেন কিলি পল ও তাঁর বোন নীমা। ইতিমধ্যেই ৫.৫ মিলিয়নের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর।

আজকাল আবার ভাইরাল হওয়া গানের যে নাচ হয় তার একটা করে হুক স্টেপ থাকে। আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’- র প্রায় সব গানেই এই হুক স্টেপ রয়েছে। তেমনই রয়েছে ‘কাঁচা বাদাম’ গানেও। কিলি এবং নীমা, দু’জনেই গানের তালে সেই হুক স্টেপে জমিয়ে নাচ করেছেন। হুক স্টেপ মানে হল একটা নাচের নির্দিষ্ট কোনও স্টেপ ট্রেন্ডিং হলে, ভাইরাল হলে, সোজা ভাষায় ব্যাপক ভাবে জনপ্রিয় হলে তাকেই বলে হুক স্টেপ। এবার কাঁচা বাদাম গানের সঙ্গে নাচের হুক স্টেপে নেচে বাজিমাত করেছেন তানজানিয়ার এই ইনস্টাগ্রামার ভাই-বোনের জুটি। ভিডিয়ো শেয়ার করে কিলি এও জানিয়েছেন যে অনেকেই নাকি তাঁদের কাছে এই গানের সঙ্গে নাচ দেখতে চেয়েছিলেন। সবার অনুরোধে তাই শেষ পর্যন্ত বোন নীমাকে নিয়ে নেচেই ফেলেছেন কিলি পল। আর এই নাচে কিলির থেকেই অনেক বেশি প্রশংসা হয়েছে নীমার নাচের। নেটিজ়েনরা যে এই ভাই-বোনের নাচ দারুণভাবে উপভোগ করেছেন সেটা ভিডিয়োর ভিউ, লাইক, কমেন্ট দেখেই স্পষ্ট বোঝা গিয়েছে।

এর আগেও একাধিক জনপ্রিয় হিন্দি ছবির সংলাপের সঙ্গে লিপসিং করেছেন কিলি পল। অনেক ট্রেন্ডিং হওয়া গানের সঙ্গে নেচে ভিডিয়োও বানিয়েছেন। সেই ভিডিয়োতে কিলির সঙ্গে যোগ দিয়েছিলেন নীমাও। তবে এবার’কাঁচা বাদাম’ গানে তাঁদের নাচতে দেখে চমক পেয়েছেন নেটিজ়েনদের অনেকেই। যদিও এবার আর লিপসিং করতে দেখা যায়নি এই ভাই-বোনের জুটিকে।

আরও পড়ুন- Viral Video: সুদূর অকল্যান্ডে সামি সামি গানে নাচ অন্তঃসত্ত্বা মহিলার, মুহূর্তে ভাইরাল হল ভিডিয়ো

Next Article