Viral Video: বাড়ির ভিতর ঢুকে পড়েছিল বিশাল কেউটে! একা হাতে উদ্ধার করলেন মহিলা বনকর্মী, দেখুন ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Feb 09, 2022 | 11:21 AM

ভিডিয়োতে দেখা গিয়েছে ধীর পায়ে শান্ত ভাবে একটু একটু করে সাপটির দিকে এগোচ্ছেন বনবিভাগের মহিলা কর্মী রোশনি। হাতে রয়েছে একটি লাঠি জাতীয় জিনিস যাকে বলা হয় রেসকিউ হুক আর একটা ব্যাগ।

Viral Video: বাড়ির ভিতর ঢুকে পড়েছিল বিশাল কেউটে! একা হাতে উদ্ধার করলেন মহিলা বনকর্মী, দেখুন ভাইরাল ভিডিয়ো
একা হাতেই বিশাল কেউটে সাপ ধরেছেন এই মহিলা বনকর্মী। Photo Credit: WhizBliz

Follow Us

সাপের (Snake) সামনে সাহস দেখানো মোটেই সহজ কাজ নয়। বেশিরভাগ মানুষই সাপ দেখলে আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখলে চমকে যাবেন আপনি। আজকাল মাঝে মাঝেই খালি হাতে সাপ ধরার ভিডিয়ো ভাইরাল হয় নেট মাধ্যমে। এবারের ভিডিয়োতেও তেমনই দৃশ্য দেখা গিয়েছে। কেরলে একটি বাড়িতে ঢুকে পড়েছিল বিশাল একটি কেউটে সাপ (Cobra)। সেই সাপটিকে একা হাতে উদ্ধার করেছেন এক মহিলা বন আধিকারিক। জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে কেরলের তিরুবনন্তপুরম জেলায়। কেরলের সংবাদমাধ্যম মাতৃভূমিক তরফে জানানো হয়েছে ওই মহিলা বন কর্মীর নাম রোশনি জিএস। কেরলের তিরুবনন্তপুরম জেলার কাট্টাক্কাডা এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়েছিল ওই সুবিশাল কেউটে সাপটি। একা হাতে যেভাবে ওই মহিলা বন আধিকারিক সাহস দেখিয়ে সেটিকে বস্তাবন্দি করেছেন সেই ভিডিয়োই এখন ভাইরাল হয়েছে টুইটারে এবং সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমে। মহিলার সাহস দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজ়েনরা।

ভিডিয়োতে দেখা গিয়েছে ধীর পায়ে শান্ত ভাবে একটু একটু করে সাপটির দিকে এগোচ্ছেন বনবিভাগের মহিলা কর্মী রোশনি। হাতে রয়েছে একটি লাঠি জাতীয় জিনিস যাকে বলা হয় রেসকিউ হুক আর একটা ব্যাগ। সাপটিকে ধরার সময় তার ল্যাজের দিক থেকে ধরেছিলেন রোশনি। সেই সময়েও বারবার ফণা তুলছিল সাপটি। কিন্তু তাকে বাগে আনতে বেশিক্ষণ সময় নেননি ওই মহিলা আধিকারিক। যেভাবে পটু হাতে কায়দা করে সাপটিকে তিনি ব্যাগে ভরে ফেলেছেন, তা দেখে মনেই হচ্ছে যে একাজের অভিজ্ঞতা বহুবার হয়েছে তাঁর। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে সুবিশাল কেউটে সাপটিকে ল্যাজের দিক ধরে রেসকিউ হুকের সাহায্যে কালো রঙে একটা ব্যাগে ভরে ফেলেছেন রোশনি। আশপাশে ভিড় করে দাঁড়ানো জনতাও তখন রোশনির কাণ্ড দেখে চমকে গিয়েছেন। সাপটিকে ধরার পর কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যাগের ভিতর ঢুকিয়ে মুখ বন্ধ করে দিয়েছিলেন তিনি, যাতে কোনওভাবেই সাপটি আর পালাতে না পারে।

ভারতীয় বনবিভাগের আধিকারিক সুধা রমেন এই ভিডিয়োটি শেয়ার করেছেন টুইটারে। সাপটিকে একা হাতে উদ্ধারের পর যেরকম শান্তভাবে ওই এলাকা থেকে হেঁটে বেরোচ্ছিলেন রোশনি, তা দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। এই কাজ তিনি হামেশাই করে থাকেন। তবে সত্যিই তাঁর সাহসিকতা কুর্নিশ করার মতো। নেটিজ়েনদের সকলেই রোশনির সাহসের প্রশংসায় পঞ্চমুখ। এভাবে যে সাপ ধরা যায়, তা দেখে অবাক সকলে। টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিয়ো এখন ভাইরাল। তবে রোশনির সাহসের তারিফ করার পাশাপাশি তাঁকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন নেটিজ়েনদের অনেকেই।

আরও পড়ুন- Viral Video: চিপসের প্যাকেট দিয়ে তৈরি হয়েছে শাড়ি! সেই শাড়ি আবার পরেওছেন এক মহিলা, দেখুন ভাইরাল ভিডিয়ো

Next Article