AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ক্লাসরুমে গোলাপ দিতে গিয়ে ফুটল তার কাঁটা! প্রেম নিবেদন মুহূর্তে বদলে গেল অ্যাকশন মোডে

Viral Video Today: ক্লাসরুমেই পছন্দের সহপাঠীকে মনে ধরে ছেলেটার। ভেবেছিল, এবারেই গোলাপ দিয়ে প্রোপোজ়টা সেরে ফেলবে। কিন্তু মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিতেই সে তা প্রত্যাখ্যান করে। কিন্তু তারপরে যে এমনটা হতে পারে, তা সে ভাবতেও পারেনি।

Viral Video: ক্লাসরুমে গোলাপ দিতে গিয়ে ফুটল তার কাঁটা! প্রেম নিবেদন মুহূর্তে বদলে গেল অ্যাকশন মোডে
রিজেকশন কার পোষায় বলুন তো!
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 9:59 PM
Share

Latest Viral Video: ভ্যালেন্টাইন্স ডে এসে চলে যাওয়ার পালা। এই সময়ের আকাশে-বাতাসেও যেন কেমন একটা প্রেম-প্রেম ভাব থাকে। ঠিক যেরকম দুর্গাপুজোর সময় লক্ষ্য করি আমরা। প্রেমের সপ্তাহটাই যেন যুগলদের জন্য এক অনন্য সময়, সারা বছর যা মেলে না। আরও একটা বছর অপেক্ষা করে থাকতে হয় এমন একটা প্রেমমাখা সময়ের জন্য। এই ভ্যালেন্টাইন উইকে চকোলেট ডে, টেডি ডে, এই ডে সেই ডে- সাতটা দিন সাতরকম ভাবে প্রেম নিবেদনের পর্ব চলতে থাকে। এই সময়েই কারও বন্ধুত্ব প্রেমে পরিণতি পায়, কাউকে আবার প্রোপোজ় করতে না-ও শুনতে হয়! এ প্রেম এমনই জ্বালা, পুরো প্ল্যানিং করে রাখা সপ্তাহটাই স্রেফ একটা ‘না’-তেই ভেস্তে যায়।

তেমনই এক প্রেমিকের খোঁজ পেয়েছি আমরাও। সামনে ভ্যালেন্টাইন উইক। কত কী-ই না প্ল্যান করে রেখেছিল সে, কিন্তু এমনটা যে হতে পারে তা ছিল তার আন্দাজের বাইরে। ক্লাসরুমেই পছন্দের সহপাঠীকে মনে ধরে ছেলেটার। ভেবেছিল, এবারেই গোলাপ দিয়ে প্রোপোজ়টা সেরে ফেলবে। কিন্তু মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিতেই সে তা প্রত্যাখ্যান করে। কিন্তু তারপরে যে এমনটা হতে পারে, তা সে ভাবতেও পারেনি।

যেমনটা আপনারা ভিডিয়োতে দেখছেন, লাল টি-শার্ট পরে হাতে লাল গোলাপ নিয়ে মেয়েটিকে ক্লাসরুমের ভিতরেই প্রোপোজ় করতে যায় সে। ছেলেটি কী বলছে তা পরিষ্কার ভাবে শোনা না গেলেও বোঝা যাচ্ছে যে, তাঁর প্রস্তাবটি গ্রহণ করতে কাকুতিমিনতি করছে সে। কিন্তু মেয়েটি সে প্রোপোজ়াল অ্যাক্সেপ্ট করার মোডেই নেই।

সে যাই হোক! ছেলেটি দৃঢ় সংকল্প নিয়ে মেয়েটির কাছে গোলাপ উপহার দেওয়ার জন্য তার হাত বাড়িয়ে দেয়। মেয়েটি সেই গোলাপ নেওয়ার বদলে সেটিকে ধরে বাঁকিয়ে দেয়। রিজেকশন কার হজম হয়! ছেলেটিও তখন প্রত্যাখ্যানে ক্ষিপ্ত হয়ে মেয়েটির দিকে গোলাপটি ছুঁড়ে দেয়। তারপরই বেঁধে যায় হুলস্থূল কাণ্ড! মেয়েটিও রেগে গিয়ে তার উপরে ব্যাগটাই ছুড়ে দেয়। আর এই আক্রমণ সামাল দিতে গিয়ে ছেলেটি শেষমেশ পিছু হটে।

তবে ক্লাসরুমে যাই চলুক না কেন! এই ভিডিয়ো নেটপাড়ার লোকজনের খুবই পছন্দ হয়েছে। ভিডিয়োটি দেখে নেটিজ়েনরা যে কী পরিমাণ আনন্দ উপভোগ করেছেন, তা বোঝা যায় ভিডিয়োর কমেন্ট সেকশন দেখে। গত 5 ফেব্রুয়ারি ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয় Ghar Ke Kalesh নামক একটি পেজ থেকে। প্রতিবেদন রচনার সময় ভিডিয়োর ভিউ 295.6K। প্রচুর মানুষ এই ভিডিয়োতে লাইক ও কমেন্ট করেছেন।